Select Page

টানা ৩২ দিন শুটিংয়ে শেষ হলো ‘মায়া’

টানা ৩২ দিন শুটিংয়ে শেষ হলো ‘মায়া’

অনেকদিন ধরে শুটিং ফ্লোরে আসবে আসবে করছিল মাসুদ পথিকের ‘মায়া : দ্য লস্ট মাদার’। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ নির্মাতা টানা ৩২ দিনের শুটিংয়ে চলচ্চিত্রটির চিত্রায়ন শেষ করেন বুধবার।

‘মায়া’য় বীরাঙ্গনা মায়ের দুই কন্যার চরিত্রে অভিনয় করছেন ভারতীয় অভিনেত্রী মুমতাজ সরকার ও দেশের জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি।

২০ ফেব্রুয়ারি থেকে টানা শুটিংয়ে অংশ নিয়ে মুমতাজ সরকার ফিরে গেছেন ১০মার্চ।

অন্যদিকে, নরসিংদীর প্রত্যন্ত গ্রামাঞ্চলে চলচ্চিত্রটির শুটিংয়ে অংশ নিয়েছেন জ্যোতি। গ্রাম্য তরুণী কৃষকের চরিত্রে ৬ মার্চ থেকে ১৯মার্চ পর্যন্ত শুটিং করেছেন জ্যোতি।

বিডি নিউজ টোয়েন্টিফোরকে মাসুদ পথিক বলেন, “চিত্রনাট্য অনুযায়ী খুব চমৎকার শুটিং হয়েছে। প্রত্যাশার তো শেষ নেই। তবে কখনো কখনো প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে প্রাপ্তি।”

খ্যাতিমান চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম ‘নারী’ এবং কবি কামাল চৌধুরীর ‘যুদ্ধশিশু’ কবিতা অবলম্বনে নির্মিত হচ্ছে চলচ্চিত্রটি।

সিনেমাটিতে মুমতাজ-জ্যোতি ছাড়াও অভিনয় করছেন হাসান ইমাম, প্রাণ রায়, রানী সরকার, দেবাশীষ কায়সার, ঝুনা চৌধুরী এবং প্রায় ২০ জন কবি।

মাসুদ পথিক প্রথম সিনেমা ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ নির্মাণ করেছিলেন নির্মলেন্দু গুণের একই নামের কবিতা অবলম্বনে।


মন্তব্য করুন