টিজার পছন্দ কিন্তু পরিবেশনায় সাহস পাচ্ছেন না…
এখন পর্যন্ত বিশের অধিক আন্তর্জাতিক চলচিত্র উৎসবে অংশ নিয়েছে ‘মাটির প্রজার দেশে’। ২০১৬ সালে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় সিয়াটল আন্তর্জাতিক চলচিত্র উৎসবে। একই বছর শিকাগো আন্তর্জাতিক চলচিত্র উৎসবে ‘সেরা সিনেমা’র পুরস্কার জেতে। সেই সিনেমা বাংলাদেশে মাত্র ৩টি হলে মুক্তি পাবে। কেন?
বিজন ইমতিয়াজ পরিচালিত ‘মাটির প্রজার দেশে’ বাংলাদেশে মুক্তি পাচ্ছে ২৩ মার্চ। যুক্তরাষ্ট্র ও কানাডাতে ৫ মে মুক্তি পাচ্ছে।
তিন হলে মুক্তি প্রসঙ্গে প্রযোজক আরিফুর রহমান সম্প্রতি বলেন, ‘আমরা পরিবেশকদের কাছে গিয়েছি। সবাই আমাদের ট্রেলার, টিজার পছন্দ করেছে। কিন্তু বলেছে এ ধরনের সিনেমার দর্শক এখানে এখনো তৈরি হয়নি। তাই তারা পরিবেশনা করার সাহস পাচ্ছে না। পরবর্তীতে আমরা নিজেরাই পরিবেশনার সিদ্ধান্ত নিই। হল মালিকদের সাথে নিজেরা যোগাযোগ করে এ তিনটি হল পেয়েছি।’
‘মাটির প্রজার দেশে’ নির্মিত হয়েছে গুপী বাঘা প্রোডাকশনের ব্যানারে।
সিনেমাটিতে অভিনয় করেছেন মাহমুদুল অনিন্দ্য, জয়ন্ত চট্টোপাধ্যায়, রোকেয়া প্রাচী, কচি খন্দকার, শিউলি আক্তার, চিন্ময়ী গুপ্তা, রমিজ রাজু, আবদুল্লাহ রানা, মনির আহমেদ শাকিল, রিকিতা নন্দিনী শিমুসহ অনেকে।