Select Page

টেক্কা দেয়া টিজারে ‘চক্কর ৩০২’

টেক্কা দেয়া টিজারে ‘চক্কর ৩০২’

ঈদুল ফিতরের তিন সিনেমার টিজার প্রকাশ হয়েছে আগে। শাকিব খানের ‘বরবাদ’, আফরান নিশোর ‘দাগি’ ও সিয়াম আহমেদের ‘জংলি’। তিন ছবিতেই তাদের কিছুটা অ্যাংরি লুকে পাওয়া গেল। চতুর্থ সিনেমায় আছেন মোশাররফ করিম, নাম ‘চক্কর ৩০২’। কিন্তু এ সিনেমায় নায়কের ভূমিকাই ব্যতিক্রম। অন্তত তা-ই বলছে টিজার।

শরাফ আহমেদ জীবন পরিচালিত ‘চক্কর ৩০২’ সরকারী অনুদানে নির্মিত। আজ সন্ধ্যায় মুক্তি পাওয়া টিজারে মোশাররফ করিমকে পাওয়া গেল গোয়েন্দা চরিত্রে।

টিজার অনুসারে, হত্যা রহস্য ঘিরে আবর্তিত হবে গল্প। যেখানে উঠে আসবে জীবনের নানান অন্ধকার। সব মিলিয়ে টিজারটি বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। ধারণা করা যায়, ঠিকঠাক নির্মাণ ও হল পেল শাকিব, নিশো বা সিয়ামের সঙ্গে টেক্কা দেবে ‘চক্কর ৩০২’।

এর আগে সিনেমার গল্প নিয়ে পরিচালক জীবন বলেন, “গল্পটা আমাদের নিজেদের গল্প, দেশের গল্প। একটা মানুষের সম্পর্কের গল্প। দর্শক যদি গল্পের সঙ্গে, চরিত্রের সঙ্গে নিজেদের কানেক্ট করতে পারে তাহলে সিনেমাটি পছন্দ করবে। এখানে কোনো চ্যালেঞ্জ দেখছি না।”

‘চক্কর’ সিনেমায় মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু। সঙ্গে আছেন তারিন জাহানসহ অনেকেই।

২০২১-২২ অর্থবছরে ‘চক্কর’ সিনেমার জন্য অনুদান পান জীবন। প্রথমে সিনেমাটির নাম ছিল ‘বিচারালয়’। পরবর্তী সময়ে মন্ত্রণালয়ের নির্দেশে পরিবর্তন করে নাম রাখা হয়েছে ‘চক্কর ৩০২’।


Leave a reply