Select Page

ট্রেলারে বুঝে নিন ‘ডিটেকটিভ’ গেমস

ট্রেলারে বুঝে নিন ‘ডিটেকটিভ’ গেমস

ডিটেকটিভ গেমস ট্রেলার Detective first ever animation film in bangladesh produced by jaaz multimedia directed by tapan ahmed with arefin shuvo nusrat faria shahriaz (3)

জাজ মাল্টিমিডিয়া নির্মাণ করেছে বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন ফিল্ম ‘ডিটেকটিভ’। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে চিত্রনাট্য লিখেছেন তারেক আনাম খান। পরিচালনায় আছেন তপন আহমেদ।

সম্প্রতি প্রকাশ হয়েছে সিনেমাটির অনুপ্রেরণায় নির্মিত মোবাইল গেমসের ট্রেলার। তার থেকে ধারণা পাওয়া যায়— বাংলাদেশি নির্মিত সিনেমা হিসেবে দেখলে ‘ডিটেকটিভ’ ভালোই থ্রিল জাগাবে।

ট্রেলারে জানানো হয়, চলতি শীতে‌ ‘ডিটেকটিভ’ মুক্তি পাবে। একাধিক সূত্র ডিসেম্বরকেই নির্দেশ করছে।

সিনেমাটির নির্মাণকালে জাজ প্রধান আব্দুল আজিজ বলেছিলেন, ‘আমরা সবসময় নতুন কিছু করতে চাই, দর্শকদের বৈচিত্রতায় রাখতে চাই। সে ভাবনা থেকেই এই অ্যানিমেটেড ছবিটি নির্মাণ করা হয়েছে। আমি এই দুর্দান্ত কাজের জন্য আমাদের দেশের মেধাবী তরুণদের কৃতজ্ঞতা জানাই। এদেশের তরুণরা সুযোগ পেলে যে দারুণ কিছু করতে পারে সেটার প্রমাণ নিয়েই আসছে ডিটেকটিভ। যারা অ্যানিমেশন ছবির দর্শক তাদের কাছে ভালো লাগবে এটি। কারণ কবিগুরুর ডিটেকটিভ বাংলা সাহিত্যানুরাগীদের কাছে তুমুল জনপ্রিয়।’

শোনা যাচ্ছে সিনেমাটির বাজেট সাড়ে ৪ কোটি টাকা। এতে কণ্ঠ দিয়েছেন আরিফিন শুভ, শাহরিয়াজ, নুসরাত ফারিয়াসহ অনেকে।

বেশ আগে মুক্তির কথা থাকলেও সেন্সর জটিলতায় পড়ে ‘ডিটেকটিভ’। পরে সংশোধন সাপেক্ষে ছাড়পত্র পায়।


Leave a reply