ট্রেলারে বড় বাজেটের ‘রাজাবাবু’
“অনেক বড় বাজেটের সিনেমা ‘রাজাবাবু’। ঈদে দর্শকদের আমার তরফ থেকে এটা সেরা উপহার। দেড় শতাধিক হলে মুক্তি পাবে ছবিটি। গত বছর শাকিব–অপু–ববিকে ‘হিরো দ্য সুপারস্টার’ দর্শক দেখেছেন। এক বছর পরে আবার দেখবেন ‘রাজাবাবু’ ছবিতে।” শাকিব খানের উদ্ধৃতি দিয়ে সোমবার এমনটি জানায় দ্য রিপোর্ট২৪। আর সেদিনই অনলাইনে প্রকাশ পায় ‘রাজাবাবু’ সিনেমার ট্রেলার।
৬ মিনিট দৈর্ঘ্যের ট্রেলারটি প্রকাশ হয় ২১ সেপ্টেম্বর। কিং খানের সিনেমা বলে কথা। ফলে হৈ চৈ তো থাকবে। যদিও কয়েকদিন ধরে ফেসবুকে শোনা যাচ্ছে এটি তামিল সিনেমার ‘ডামু’র নকল। সোমবারই সিনেমাটির প্রথম কোনো ভিডিও প্রকাশ হল। তারপরও এক গুজবের উৎস স্পষ্ট নয়। এবং ট্রেলারের লিংকের নিচেও পাওয়া গেল নেতিবাচক মন্তব্য।
তাই বাড়তি মন্তব্যের দরকার নেই। তবে একটা কথা বলা যায় শাকিবের হেয়ার স্টাইলটা দারুণ হয়েছে। আর ববিও রকস!
আর বড় বাজেটের ব্যাপারটি এক রত্তি ট্রেলারে টের পাওয়া যায় নাই। বরং ৪-৫টা গতানুগতিক সেটেই সিনেমাটি নির্মিত। এতো সত্তা সেটা শাকিবের কাছে আশা করা যায় না। এবং বিদেশে গানের লোকেশনে কোনো বৈচিত্র্য নেই। এই হলো ‘রাজাবাবু’। তারপরও এটি হতে পারে ঈদে প্রতিদ্বন্দ্বী দুই সিনেমার মধ্যে নাম্বার ওয়ান।
‘রাজাবাবু’ পরিচালনা করেছেন বদিউল আলম খোকন।
copied from telugu film dammu staring N. T. Rama Rao, Trisha & Karthika.