Select Page

ট্রেলার: এবারের শীতে উত্তাপ ছড়াবে ‘শান’

ট্রেলার: এবারের শীতে উত্তাপ ছড়াবে ‘শান’

নতুন বছরের শুরুতেই মুক্তি পেতে যাচ্ছে এম রাহিম পরিচালিত ‘শান’। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ভিন্নধর্মী আয়োজনে সিনেমাটির ট্রেলার প্রকাশ হয়েছে।

সিয়াম আহমেদ

এর আগে টিজার প্রকাশ হলেও এবারের প্রচার ভিডিওটি আরও আকর্ষণীয় ও উত্তেজনা ছাড়ানো। ধারণা করা যায়, পুলিশ-অ্যাকশন থ্রিলারটি জানুয়ারিতে বক্স অফিসে ঝড় তুলবে।

ছবিতে মানবপাচারের বিরুদ্ধে লড়া একজন পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে সিয়াম আহমেদকে। চিত্রনাট্য রচনা করেছেন নাজিম উদ দৌলা। কাহিনী সাজিয়েছেন আজাদ খান।

সম্প্রতি প্রকাশিত পোস্টারের মতো ট্রেলারেও মূল গল্পকে তুলে আনতে ব্যয় হয়েছে প্রায় মিনিট খানেক সময়। এরপর অ্যকাশন অবতারে একের পর এক দৃশ্য ও সংলাপে সিয়ামে মর্দাগিরি চোখে পড়ে। আছেন তাসকিন রহমান ও মিশা সওদাগর। তবে তাদের চরিত্রের ব্যাপ্তি স্পষ্ট নয়। এক ঝলকের জন্য দেখা যায় নায়িকা পূজা চেরিকে।

দীর্ঘদিন ধরে ‘শান’ মুক্তির অপেক্ষায় আছে। গত ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও করোনা মহামারির কারণে পিছিয়ে যায়। এবার মুক্তি পাচ্ছে ৭ জানুয়ারি। পরিবেশনায় থাকছে জাজ মাল্টিমিডিয়া।

এ ছবিতে আরো অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, চম্পা ও অরুনা বিশ্বাস।


Leave a reply