ডিজিটাল ময়না মতি
চিত্রনাট্যে পরিবর্তন এনে অবশেষে দৃশ্য ধারণের কাজ শুরু হলো নতুন ময়না মতি ছবির কাজ। ব্যাপক প্রস্তুতি এবং বিশাল ইউনিট নিয়ে গত ২০ নভেম্বর ভোলা জেলার উদ্দেশে রওনা দেন ছবির পরিচালক জাকির হোসেন রাজু। বৃহস্পতিবার ভোলাতেই মহরত শেষে শুটিং শুরু হয় ছবিটির।
রাজ্জাক ও কবরী-র করা চরিত্র এবার করছেন বাপ্পী ও মাহি। এছাড়া নতুন আরেকটি চরিত্রে থাকছেন আনিসুর রহমান মিলন।
পরিচালক জানান, ভোলার বিভিন্ন আকর্ষণীয় অঞ্চলে একটানা কাজ চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। সম্পূর্ণ শুটিং শেষ করে তারপর পুরো ইউনিট ঢাকায় ফিরবে।
কাজী জহিরের কালজয়ী ‘ময়না মতি’ সিনেমার আধুনিক সংস্করণে বেশ কিছু পরিবর্তন এবং নতুন নতুন সংযোজন ঘটিয়ে ছবিটি নির্মাণ করছে চিত্রা ফিল্মস। আর সার্বিক তত্ত্বাবধানে রয়েছে জাজ মাল্টিমিডিয়া। বর্তমান সময়ের সঙ্গে তাল রেখে গল্প, চিত্রনাট্য, গান এবং নির্মাণশৈলীতেও ব্যাপক পরিবর্তন আনা হয়েছে বলে জানালেন জাজ মাল্টিমিডিয়ার স্বত্বাধিকারী আবদুল আজিজ। ছবির নতুন আকর্ষণ হিসেবে থাকছে নতুন আঙ্গিকের তিনটি গান। তবে ময়না মতি সিনেমার সেই জনপ্রিয় গান ‘অনেক সাধের ময়না’ গানটি এ চলচ্চিত্রেও ব্যবহৃত হচ্ছে।
নতুন পরিচালক জাকির হোসেন রাজু জানান, ‘সত্যি ভিন্ন এক আবেগ-অনুভূতির মিশ্রণ ঘটছে মনে। এমন একটি সিনেমা আমি নির্মাণ করব- এটা ভাবিনি। একদিকে আনন্দ, একদিকে ভয় কাজ করছে। দর্শকরা কীভাবে ডিজিটাল ময়না মতিকে গ্রহণ করবে, তা নিয়ে অন্যরকম এক সংশয় কাজ করছে। তবে আমি শতভাগ আশাবাদী, ছবিটি দর্শকের কাছে নতুন কিছুই মনে হবে।’
সূত্র: অর্থনীতি প্রতিদিন