কতটা থ্রিল জাগাবে ‘ডিটেকটিভ’? (ট্রেলার)
জাজ মাল্টিমিডিয়া নির্মাণ করেছে বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন ফিল্ম ‘ডিটেকটিভ’। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে চিত্রনাট্য লিখেছেন তারিক আনাম খান। পরিচালনায় আছেন তপন আহমেদ।
সম্প্রতি প্রকাশ হয়েছে সিনেমাটির ট্রেলার। তার থেকে ধারণা পাওয়া যায়— বাংলাদেশি নির্মিত সিনেমা হিসেবে দেখলে ‘ডিটেকটিভ’ ভালোই থ্রিল জাগাবে।
বাজেট ও কারিগরি দিক থেকে হলিউড মানের হওয়া বাস্তবিকই সম্ভব নয়। এটা মাথায় রেখে দেখলে ট্রেলারটি ভালোই লাগে। দেখার মতো উত্তেজনাও তৈয়ার করবে।
সিনেমাটিতে রহস্যের পাশাপাশি রয়েছে কমেডি ও রোমান্সের হাতছানি। থাকছে নাচ-গানও।
‘ডিটেকটিভ’ নির্মাণকালে জাজ প্রধান আব্দুল আজিজ বলেছিলেন, ‘আমরা সবসময় নতুন কিছু করতে চাই, দর্শকদের বৈচিত্রতায় রাখতে চাই। সে ভাবনা থেকেই এই অ্যানিমেটেড ছবিটি নির্মাণ করা হয়েছে। আমি এই দুর্দান্ত কাজের জন্য আমাদের দেশের মেধাবী তরুণদের কৃতজ্ঞতা জানাই। এদেশের তরুণরা সুযোগ পেলে যে দারুণ কিছু করতে পারে সেটার প্রমাণ নিয়েই আসছে ডিটেকটিভ। যারা অ্যানিমেশন ছবির দর্শক তাদের কাছে ভালো লাগবে এটি। কারণ কবিগুরুর ডিটেকটিভ বাংলা সাহিত্যানুরাগীদের কাছে তুমুল জনপ্রিয়।’
শোনা যাচ্ছে সিনেমাটির বাজেট সাড়ে ৪ কোটি টাকা। এতে কণ্ঠ দিয়েছেন আরিফিন শুভ, শাহরিয়াজ, নুসরাত ফারিয়াসহ অনেকে।
বেশ আগে মুক্তির কথা থাকলেও সেন্সর জটিলতায় পড়ে ‘ডিটেকটিভ’। পরে সংশোধন সাপেক্ষে ছাড়পত্র পায়।