ডিসেম্বরে মুক্তি পাচ্ছে ৯-৬ বছর আগের দুনিয়া ও ডেঞ্জার জোন
অনেক সিনেমার নির্মাণ মাঝপথে থেমে যায়, বছরের পর বছর আলোর মুখ দেখে না। তেমন থেমে যাওয়া দুটি সিনেমা মুক্তি পাচ্ছে এ ডিসেম্বরে। এর একটি নয় বছর আগে শুটিং হওয়া ‘টার্গেট’, যার নাম এখন পাল্টে হয়েছে ‘দুনিয়া’ এবং অন্যটি ছয় বছর আগের ‘ডেঞ্জার জোন’।
২০১৪ সালে শুরু হওয়া ‘টার্গেট’ ছিল আরশাদ আদনান প্রযোজিত দ্বিতীয় সিনেমা। এর পর প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের ছেলে আরো তিনটি সিনেমা প্রযোজনা করেছেন। তবে মুক্তির নিরিখে পঞ্চম সিনেমা হতে যাচ্ছে ‘দুনিয়া’। সাইফ চন্দন পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছে নিরব, অমৃতা, আইরিন সুলতানা, আনিসুর রহমান মিলন, তানভির মিশা সওদাগর ও ডনসহ অনেকে। আগামী ৬ ডিসেম্বর চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে।
অন্যদিকে বাপ্পী চৌধুরী ও জলি অভিনীত ‘ডেঞ্জার জোন’ মুক্তি পাবে ১৩ ডিসেম্বর। সাই-ফাই ধাঁচের সিনেমাটি পরিচালনা করেছেন বেলাল সানী। পরিবেশনায় রয়েছে জাজ মাল্টিমিডিয়া।
জানা যায়, নির্মাণ শুরুর দু্ই বছর পর ২০১৯ সালে শেষ হয় ‘ডেঞ্জার জোন’-এর শুটিং। নির্মাতা বেলাল সানি জানান, টাইম মিডিয়া নানা কারণে দেরি হওয়া ছবিটির স্বত্ব কিনে নিয়েছে।
বাপ্পী-জলি ছাড়াও ‘ডেঞ্জার জোন’-এ অন্যান্য চরিত্রে অভিনয় করছেন ডিজে সোহেল, মেহেরিমা, সীমান্ত, শামীম, রাজু সরকার প্রমুখ।