Select Page

‘ডুব’ খরচ উঠিয়ে আনতে সক্ষম হয়েছে

‘ডুব’ খরচ উঠিয়ে আনতে সক্ষম হয়েছে

মোস্তফা সরয়ার ফারুকীর সর্বশেষ সিনেমা ‘ডুব’ নির্মাণের শুরু থেকে যতটা আলোচনা তুলে ছিল, ততটা সফল নয় বক্স অফিস নিরিখে।

ভারতের ইরফান খান, পার্নো মিত্র ও বাংলাদেশের নুসরাত ইমরোজ তিশার অভিনয় প্রশংসা কুড়ালেও কাহিনী সাধারণ দর্শকদের কাছে সমাদর পায়নি। তার ফল দেখা যায় দর্শক সমাগমে। তবে সিনেমাটির অন্যতম প্রযোজক জাজ মাল্টিমিডিয়ার আব্দুল আজিজ জানালেন, খরচ উঠিয়ে এনেছে ‘ডুব’।

বণিক বার্তাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ব্যবসায়িকভাবে বাংলাদেশে সে অর্থে ছবিটি ভালো চলেনি। কিন্তু খরচ উঠিয়ে আনতে সক্ষম হয়েছি।’

তিনি জানান, বাংলাদেশে সিনেমা নির্মাণ অনেক সীমাবদ্ধতা রয়েছে। বিশেষ করে সাম্প্রতিক যৌথ প্রযোজনার নীতিমালা ও অন্য কিছু বিষয় জাজের সিনেমা বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলেছে। সামনে ঢাকা নয়, কলকাতা বা বলিউডে বিনিয়োগ করবেন।

তাহলে মোস্তফা সরয়ার ফারুকী ও বলিউড অভিনেতা ইরফান খানকে এক প্লাটফর্মে এনে ছবি করানোটা কি জাজের ওই পরিকল্পনারই অংশ ছিল? – এমন প্রশ্নে আজিজ বলেন, ‘ডুব বানিয়েই যা হয়েছে, তা হলো ডুব ছবিটা ব্যবসায়ের পাশাপাশি জাজকে, আমাকে ও বাংলাদেশের সিনেমাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে বিশাল ভূমিকা রেখেছে। বাংলাদেশের চলচ্চিত্র আন্তর্জাতিক পরিসরে যাবে, সে পরিকল্পনার জায়গা থেকেই ডুব করা।’

এদিকে ফারুকীর পরের সিনেমা ‘শনিবার বিকেল’ও জাজের লগ্নি রয়েছে। সিনেমাটি বাংলাদেশ-ভারত-জার্মানির প্রযোজনায় নির্মিত হচ্ছে।


মন্তব্য করুন