‘ডুব’ প্রসঙ্গে প্রকাশকদের বিবৃতি
বাধা-বিপত্তি-বিতর্ক—কোনোটাই যেন পিছু ছাড়ছে না মোস্তফা সরয়ার ফারুকীর নতুন চলচ্চিত্র ‘ডুব’-এর। ছবিতে হুমায়ূন আহমেদের জীবনের ঘটনা ভুলভাবে তুলে ধরার আশঙ্কা প্রকাশ করে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলেন মেহের আফরোজ শাওন। সেন্সর বোর্ডে যাওয়ার আগেই ছবিটির অনাপত্তিপত্র স্থগিত করে তথ্য মন্ত্রণালয়। এবার ছবিটির ব্যাপারে বিবৃতি দিয়েছে প্রকাশকদের সংগঠন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি।
সংগঠনের নির্বাহী পরিচালক কামরুল হাসান শায়কের পাঠানো বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘…আমরা চাই না কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জীবনকে ঘিরে নির্মিত চলচ্চিত্রে মনগড়া কিছু থাকুক; যা সত্য নয়, যা তাঁর জীবনে কখনো ঘটেনি সেটি চলচ্চিত্রের পর্দায় ঠাঁই পাক। এতে হুমায়ূন আহমেদ ও তাঁর স্বজনদের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। দেশ-বিদেশে ছড়িয়ে থাকা হুমায়ূন আহমেদের লক্ষ-কোটি পাঠক, ভক্ত-অনুরাগীকে ভুল বার্তা দেবে, তাদের আহত করবে…। ’
চলচ্চিত্রের বিষয়ে কেন বই প্রকাশকরা বিবৃতি দিচ্ছেন? উত্তরে ‘অন্যপ্রকাশ’-এর কর্ণধার প্রকাশক মাজহারুল ইসলাম বলেন, ‘হুমায়ূন আহমেদ একজন জনপ্রিয় লেখক। তাঁর পরিবার থেকে ছবিটি নিয়ে আপত্তি জানানো হয়েছে। প্রকাশকরা একজন লেখকের পাশেই থাকবেন, সেটাই স্বাভাবিক। ’