Select Page

তারেক মাসুদের প্রয়াণ দিবস উপলক্ষে স্মারক বক্তৃতা ও নতুন করে ‘চলচ্চিত্রযাত্রা’

তারেক মাসুদের প্রয়াণ দিবস উপলক্ষে স্মারক বক্তৃতা ও নতুন করে ‘চলচ্চিত্রযাত্রা’

২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের জোকায় এক ভয়াবহ সড়ক দূর্ঘটনায় বরেণ্য চলচ্চিত্রকার তারেক মাসুদ, চলচ্চিত্রগ্রাহক ও সাংবাদিক মিশুক মুনীরসহ আরও তিনজন চলচ্চিত্রকর্মী নিহত হন। দেখতে দেখতে কেটে গেছে সেই দিনটির দশ বছর।

এ উপলক্ষে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি ও তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট যৌথভাবে তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মরণ এবং ‘তারেক মাসুদ স্মারক বক্তৃতা ২০২১’ এর আয়োজন করেছে। এছাড়া প্রকাশ হবে তারেক মাসুদের প্রবন্ধ নির্ভর বই ‘চলচ্চিত্রযাত্রা’র বর্ধিত ও পরিমার্জিত সংস্করণ।

করোনা দূর্যোগের কারণে আয়োজন দুটি ভিন্ন ভিন্ন দিনে অনলাইনে অনুষ্ঠিত হবে।

এ বছর স্মারক বক্তৃতা প্রদান করবেন ভারতের প্রখ্যাত চলচ্চিত্র শিক্ষক, লেখক ও চলচ্চিত্র তাত্ত্বিক সঞ্জয় মুখোপাধ্যায়। বক্তৃতার বিষয়: জাতিসত্তা, চলচ্চিত্র ও তৃতীয় দুনিয়া

১৩ আগস্ট অর্থাৎ শুক্রবার রাত সাড়ে ৮টায় অনলাইনে অনুষ্ঠিতব্য তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ প্রয়াত চলচ্চিত্রকর্মীদের স্মরণ ও তারেক মাসুদ স্মারক বক্তৃতা ২০২১ এ আরও অংশগ্রহণ করবেন তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান চলচ্চিত্রকার ক্যাথরিন মাসুদ এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি চলচ্চিত্র নির্মাতা ও লেখক বেলায়াত হোসেন মামুন। থাকছেন চলচ্চিত্র শব্দগ্রাহক নাহিদ মাসুদ ও চলচ্চিত্রকার প্রসূন রহমান। সঞ্চালনা করবেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক চলচ্চিত্র নির্মাতা অদ্রি হৃদয়েশ।

স্মারক বক্তৃতা ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির ফেসবুক পেজ facebook.com/Moviyana হতে সরাসরি সম্প্রচার করা হবে।

তারেক মাসুদ ও মিশুক মুনীর

এর আগের দিন ‘কথাপ্রকাশ’ থেকে তারেক মাসুদের চলচ্চিত্র বিষয়ক প্রবন্ধগ্রন্থ ‘চলচ্চিত্রযাত্রা’র বর্ধিত ও পরিমার্জিত সংস্করণ প্রকাশিত হতে যাচ্ছে।

তারেক মাসুদ চলচ্চিত্রসৃষ্টি ছাড়াও চলচ্চিত্র সংসদ আন্দোলন ও চলচ্চিত্রচর্চার বুদ্ধিবৃত্তিক তৎপরতায় নিবিষ্ট ছিলেন। তার লিখিত বহু চলচ্চিত্র বিষয়ক প্রবন্ধের মধ্য হতে পূর্ব-প্রকাশিত ও অপ্রকাশিত ৩৩টি প্রবন্ধ নিয়ে সংকলিত ও সম্পাদিত হয়েছে ‘চলচ্চিত্রযাত্রা’। চলচ্চিত্র বিষয়ক ৩৩টি প্রবন্ধকে মোট ৮টি অধ্যায়ে বিভক্ত করে ‘চলচ্চিত্রযাত্রা’ যৌথভাবে সংকলন ও সম্পাদনা করেছেন ক্যাথরিন মাসুদ, নাহিদ মাসুদ, প্রসূন রহমান ও বেলায়াত হোসেন মামুন।

কথাপ্রকাশ ও তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্টের আয়োজনে ‘চলচ্চিত্রযাত্রা’র প্রকাশনা উৎসব বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। প্রকাশন উৎসবে আলোচনায় অংশগ্রহণ করবেন বরেণ্য চলচ্চিত্রকার ক্যাথরিন মাসুদ, ভারতের বিশিষ্ট চলচ্চিত্র শিক্ষক ও চলচ্চিত্র তাত্ত্বিক সঞ্জয় মুখোপাধ্যায়, বরেণ্য চিত্রশিল্পী ও শিক্ষক ঢালী আল মামুন, কথাপ্রকাশের কর্ণধার জসিম উদ্দিন, চলচ্চিত্র শব্দগ্রাহক নাহিদ মাসুদ, চলচ্চিত্র নির্মাতা ও লেখক প্রসূন রহমান ও চলচ্চিত্র নির্মাতা, লেখক ও সংগঠক বেলায়াত হোসেন মামুন।

প্রকাশনা উৎসবের আয়োজনটি প্রকাশনা প্রতিষ্ঠান কথাপ্রকাশের ফেসবুক পেজ www.facebook.com/Kathaprokash হতে সরাসরি সম্প্রচার করা হবে।


Leave a reply