Select Page

তিনদিনে সিনেমা হিট হয় না!

তিনদিনে সিনেমা হিট হয় না!

বাংলাদেশে গত কয়েক বছরে নতুন ট্রেন্ড দেখা দিয়েছে। বড় তারকা বা বড় বাজেটের সিনেমা মুক্তি পেলে সপ্তাহ পার হওয়ার আগে সিনেমা হিট, সর্বকালের সেরা আয়ের সিনেমাকে হারিয়ে দিয়েছে— এমন শিরোনাম সংবাদমাধ্যমে দেখা যায়। আবার প্রতিদ্বন্দ্বী সিনেমাগুলো নিয়ে ভাগ হয়ে যায় সংবাদমাধ্যম। তখন কোনো একটি সিনেমাকে ফ্লপ দেখানোর প্রতিযোগীও দেখা যায়। বিপরীতে পক্ষ নেয়া সংবাদমাধ্যম জানায় সিনেমাটি হিট। আবার সরেজমিন খোঁজ না নিয়ে অনেকে ছাপিয়ে দেন প্রযোজনা প্রতিষ্ঠানে সংবাদ বিজ্ঞপ্তি। যা সর্বশেষ ঈদেও দেখা গেছে।

rajababu-ashique

কিন্তু বিভিন্ন আতঙ্কিত মুহূর্তে বের হয়ে পড়ে আসল খবর। জানা যায়, সিনেমা ব্যবসা আসলেই ভালো যাচ্ছে না। যেমন; পাইরেসি সমস্যা। কালের কণ্ঠে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হচ্ছে চলতি বছর মুক্তি পাওয়া প্রায় সব ছবিই এর মধ্যে পাইরেসির কবলে পড়েছে। বাদ পড়েনি কোরবানির ঈদে মুক্তি পাওয়া বদিউল আলম খোকনেররাজাবাবু দ্য পাওয়ার‘, আব্দুল আজিজেরআশিকী‘ থেকে শুরু করে রোজার ঈদে মুক্তি পাওয়া শাহীন সুমনের ‘লাভ ম্যারেজ’ ও ‘অগ্নি ২’। সব ছবির এইচডি প্রিন্ট এখন সহজলভ্য।

‘রাজাবাবু দ্য পাওয়ার’ ছবির পরিচালক খোকন বলেন, “পর পর তিনটি বড় বাজেটের ছবি বানিয়েছি-‘মাই নেম ইজ খান’, ‘হিরো দ্য সুপারস্টার’ ও ‘রাজাবাবু দ্য পাওয়ার’। কিন্তু পাইরেসির কারণে প্রযোজক টাকা তুলে আনতে পারেননি। এক সপ্তাহের মধ্যেই ছবিগুলো পাইরেসি হয়ে গেছে। এসব ছবির প্রযোজকরা দ্বিতীয়বার আর ছবি নির্মাণে আগ্রহ দেখাননি। এভাবেই আমরা একের পর এক প্রযোজক হারাচ্ছি।’

একই কথা বলেন ‘হিরো দ্য সুপারস্টার’ ছবির প্রযোজক ও অভিনেতা শাকিব খান-‘দুই কোটি ৫০ লাখ টাকা ব্যয় করে ছবিটি নির্মাণ করেছিলাম। অথচ লাভ তো দূরের কথা, পুঁজি ঘরে তুলতেই ঘাম ঝরেছে। ঘোষণা দিয়েছিলাম বছরে অন্তত দুটি ছবি নির্মাণ করব। এখন সে সিদ্ধান্ত থেকে সরে এসেছি। পাইরেসি বন্ধ না হলে ছবি প্রযোজনা খুবই ঝুঁকিপূর্ণ।’

২০১২ সালের পর আবারও পাইরেসির বিরুদ্ধে এক হচ্ছেন প্রযোজক-পরিচালক ও শিল্পী-কলাকুশলীরা। শিগগিরই পাইরেসির বিরুদ্ধে মানববন্ধনের ঘোষণা দেওয়া হবে। তা ছাড়া প্রধানমন্ত্রী বরাবর পুনরায় স্মারকলিপি প্রদান করবেন বলে জানান পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার।

 


Leave a reply