Select Page

তিনদিন ব্যাপী জাতীয় চলচ্চিত্র দিবস

তিনদিন ব্যাপী জাতীয় চলচ্চিত্র দিবস

jatiya cinema utshab_59997আসছে ৩, ৪ ও ৫ এপ্রিল – এই তিন দিনব্যাপী জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপিত হবে। দিবসটি উদযাপনে উৎসবমুখর বিভিন্ন কর্মসূচির চূড়ান্ত প্রস্তুতি চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কর্মসূচির উদ্বোধন করবেন।

১৯৫৭ সালের ৩ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিল্প, বাণিজ্য, ত্রাণ ও দুর্যোগ কল্যাণমন্ত্রী থাকা অবস্থায় তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদে এফডিসি বিল উত্থাপন করে চলচ্চিত্র নির্মাণে একটি পূর্ণাঙ্গ স্টুডিও স্থাপনে প্রধান ভূমিকা পালন করেন। ওই স্মৃতির স্মরণে বর্তমানে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ৩ এপ্রিলকে জাতীয় চলচ্চিত্র দিবস হিসেবে ঘোষণা করেন। এরপর গত বছর থেকেই এফডিসিতে বেশ ঘটা করেই চলচ্চিত্র দিবস পালন করা হচ্ছে।

দেশীয় চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি নায়করাজ রাজ্জাককে আহ্বায়ক এবং এফডিসির ব্যবস্থাপনা পরিচালক এসএম হারুন অর রশিদকে সদস্য সচিব করে একটি জাতীয় উদযাপন কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি ১১টি উপকমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলো সুন্দর জমকালো একটি উৎসব উপহার দেয়ার জন্য কাজ করে চলেছেন। এবারের চলচ্চিত্র দিবসটি সরাসরি সম্প্রচার করবে এশিয়ান টেলিভিশন।


মন্তব্য করুন