তিন উৎসবে ‘পিঁপড়াবিদ্যা’
ইমপ্রেস টেলিফিল্ম ও মোস্তফা সরয়ার ফারুকী‘র নতুন ছবি পিঁপড়াবিদ্যা ৩ টি ফেস্টিভালে নির্বাচিত হয়েছে। সাংহাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল, ডালাস এশিয়ান ফিল্ম ফেস্টিভালের প্রতিযোগিতা বিভাগ এবং মেলবোর্ন আই.এফ.এফ।
এর মাঝে মেলবোর্নে ছবিটি প্রদর্শীত হয়েছে মে মাসের ১১ তারিখে। সাংহাই ফেস্টিভাল শুরু হবে ১৪ থেকে ২২ জুন। ডালাস এশিয়ান ফিল্ম ফেস্টিভালের প্রতিযোগতার আশর বসবে সেপ্টেম্বরে।
ছবিটি নির্মিত হয়েছে দ্রুত ধনী হওয়া সপ্নে বিভর এক গ্র্যাজুয়েটের জীবনের বিপদজনক এক জার্নিকে নিয়ে। ছবিটিতে অভিনয় করেছেন বি.পি.এল. খ্যাত সিনা চোহান, মুকিত জাকারিয়া, মৌ দেবনাথ, সাবি্বর হাসান, জি. সামদানি ডন এবং নবাগত মিঠু। ছ
বিটি বাংলাদেশে মুক্তির ব্যাপারে পরিচালক জানান যে ছবিটি মে অথবা জুনের দিকে মুক্তি দেয়ার ইচ্ছা ছিলো কিন্তু জুনে ফুটবল বিশ্বকাপ পরার কারণে ছবিটির মুক্তি পিছিয়ে দিয়েছেন। ধারনা করা হচ্ছে আগস্ট সেপ্টেম্বরের দিকে তিনি ছবিটি মুক্তি দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহন করবেন।