Select Page

তৃতীয়বার সেরা করদাতা শাকিব-তাহসান-মমতাজ, আছেন আসাদ-শাহীন-মিমও

তৃতীয়বার সেরা করদাতা শাকিব-তাহসান-মমতাজ, আছেন আসাদ-শাহীন-মিমও

এ বছরও সেরা করদাতার তালিকায় নাম এসেছে বিনোদন জগতের মানুষদেরও। অভিনেতা-অভিনেত্রী ও গায়ক-গায়িকা বিভাগে সেরা করদাতা নির্বাচিত হয়েছেন বেশ কয়েকজন। তারা পাচ্ছেন ট্যাক্স কার্ড।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর সদ্য প্রকাশিত গেজেট ২০১৯-২০২০ কর বছরে সেরা করদাতা হিসেবে ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ড দেওয়া হচ্ছে বলে তালিকা প্রকাশ করে।

এর মধ্যে অভিনেতা বিভাগে সেরা করদাতা হিসেবে তালিকায় পযায়ক্রমে নাম এসেছে শাকিব খান, বিদ্যা সিনহা মিম রাইসুল ইসলাম আসাদের। এছাড়া গায়ক বিভাগে সেরা করদাতা হিসেবে পর্যায়ক্রমে নাম এসেছে তাহসান খান, মমতাজ বেগম শাহীন সামাদের

এ তালিকায় গত বছরও ছিলেন শাকিব, তাহসান ও মমতাজ।

এ নিয়ে তৃতীয়বার তালিকায় এলেন শাকিব খান। এর আগেও তিনি দুইবার এনবিআর কর্তৃক সেরা করদাতা হয়েছিলেন।

প্রতিক্রিয়ায় শাকিব খান জানান, দেশের স্বার্থে ও সচেতন নাগরিক হিসেবে কর প্রদান করা দায়িত্ববোধের পরিচয়। অন্যান্য যারা করের আওতাভুক্ত তাদেরও নিয়মিত কর প্রদান করা উচিত।

তিনি বলেন, দেশের বেশিরভাগ মানুষের মনে একটা ভ্রান্ত ধারণা, এ সেক্টরে (সিনেমা) কাজের মাধ্যমে হয়তো ভালো ক্যারিয়ার গড়া যায় না। কারণ, শিল্পীদের সাহায্য দরকার হলে যেভাবে ফলাও করে প্রচার হয় একইভাবে শিল্পীদের সাফল্যগুলো সেভাবে প্রচার হয়ে ওঠে না।

চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার শাকিব খান আরও বলেন, অন্যান্য মাধ্যমে কাজ করে যারা সফল হয়ে কর দিচ্ছেন, আমি সিনেমায় পেশা গড়ে একইভাবে কর দিচ্ছি। এটা আমার নিজের জন্য যেমন গর্বের বিষয়, তেমনি আমার সেক্টরের প্রতিটি মানুষের জন্য গর্বের। এখানেও ভালো কাজ করে প্রতিষ্ঠা পাওয়া যায় এবং সফল হওয়া সম্ভব। এতে করে মানুষের ভ্রান্ত ধারণা দূর হবে। পাশাপাশি পরবর্তী জেনারেশন যেন এ ব্যাপারটি মাথায় রাখে, এবং অনুপ্রাণিত হয়।

এর আগে দুইবার দেশের বাইরে শুটিংয়ে থাকায় ট্যাক্স কার্ড গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি শাকিব খান। তবে একবার অনুষ্ঠানের পর দেশে ফিরে ট্যাক্স কার্ড গ্রহণ করেছিলেন ঢালিউড কিং খান। তিনি বলেন, করোনার কারণে এবার যেহেতু দেশে আছি, আমি অবশ্যই অনুষ্ঠানে উপস্থিত থাকবো।

এ দিকে তাহসানও তৃতীয়বারের মতো এ কার্ড পেলেন। তিনি বললেন, এই নিয়ে তৃতীয়বারের মতো সেরা আয়করদাতা হলাম। কর দেওয়া তো আমার নাগরিক দায়িত্ব। সবটাই সম্ভব হয় ভক্তদের জন্য। গত কয়েক বছরে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড এন্ডোর্সমেন্টের সঙ্গে যুক্ত হয়েছি। গেল বছর করোনার জন্য তেমন কাজ হয়নি। আশা করছি এ বছর আরও কাজ হবে, আরও কর দিতে পারব। যত দিন ভক্তরা আছে, এন্ডোর্সমেন্ট আছে, আয় আছে, কর দেব।

প্রথমবার সেরা করদাতা হওয়া মিম বললেন, যখন থেকে আয় করা শুরু করেছি, কখনোই আয়কর ফাঁকি দিইনি। আমার বাবা একটা কথা সব সময় বলেন, তুমি যদি দুই টাকাও আয় করো, তাহলে বছর শেষে সেটার ওপর অবশ্যই আয়কর দেবে। সচেতন নাগরিক হিসেবে সব সময় আয়কর দেওয়াটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। তাই যত দিন আয় করে যাব, অল্প হোক বা বেশি হোক—আয়কর দিয়েই যাব।

লোকগানের জনপ্রিয় শিল্পী ও সাংসদ মমতাজ এ নিয়ে দ্বিতীয়বারের মতো সেরা করদাতা হলেন।

মমতাজ বললেন, সত্যি বলতে কি, কর দেওয়া তো আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে। আমার যা যা দায়িত্ব সবই আমি সুষ্ঠুভাবে পালন করার চেষ্টা করি। করও তেমন একটি। আমি মনে করি প্রত্যেক নাগরিকেরই কর দেওয়ার ব্যাপারে সচেতন হওয়া উচিত। আমি একজন নাগরিক হিসেবে গর্বিত। আমি এখনো টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত গানের জন্য কষ্ট করি, অনেক কষ্ট করে অর্থ উপার্জন করি, তা থেকে একটি অংশ কর দিই।

নীতিমালা অনুযায়ী, ট্যাক্স কার্ডধারীদের সরকার বিভিন্ন জাতীয় অনুষ্ঠান এবং সিটি করপোরেশন, পৌরসভাসহ স্থানীয় সরকার আয়োজিত নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ জানাবেন। যে কোনো ভ্রমণে সড়ক, বিমান বা জলপথে টিকিট পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। স্ত্রী-স্বামী, নির্ভরশীল পুত্র-কন্যা নিজেদের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে অগ্রাধিকার ভিত্তিতে কেবিন সুবিধা দেওয়া হবে তাদের।

সূত্র: চ্যানেল আই ও প্রথম আলো


মন্তব্য করুন