Select Page

দরদ/ দুলু মিয়ার প্রেম-খুনখারাপি আসছে ১৫ নভেম্বর

দরদ/ দুলু মিয়ার প্রেম-খুনখারাপি আসছে ১৫ নভেম্বর

 ‘আমি দুলু মিয়া, আমার বউয়ের মুখে হাসি দেখার জন্য আমি হাজারটা খুন করতে পারি’— শাকিব খানের কণ্ঠে এ সংলাপ দিয়ে শুরু হয়েছে ‘দরদ’ সিনেমার অ্যানাউনমেন্ট টিজার। তাতে জানা গেল, আগামী ১৫ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

এ বিষয়ে পরিচালক অনন্য মামুন বললেন, ‘আগামী ১৫ নভেম্বর আমরা প্রেক্ষাগৃহে আসছি। শুধু বাংলাদেশ নয়, একসঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাবে ছবিটি। আস্তে আস্তে সব জানিয়ে দেওয়া হবে।’

‘দরদ’ এর মধ্যে বাংলাদেশ ফিল্ম সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে। এর পরপরই প্রচারণায় নেমেছে প্রযোজনা প্রতিষ্ঠান। শাকিব খানের ফেসবুক পেজে মঙ্গলবার সন্ধ্যায় টিজার প্রকাশ করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘অপেক্ষার অবসান! বহুল প্রতীক্ষিত দুলু মিয়া আসছে বিশ্বব্যাপী ১৫ নভেম্বর।’

অবশ্য সিনেমার নাম দরদ হলেও টিজারজুড়ে হত্যা, ধ্বংস আর রক্তপাতের খেলা। নায়িকা সোনাল চৌহানের সঙ্গে শাকিবের রোমান্সও উঁকি দিল মাঝেমধ্যে। কখনো বউকে স্কুটারের পেছনে বসিয়ে লেট নাইট ডেটিং, কখনো নদীর বুকে দুজনের নৌকা ভ্রমণ, বলিউড স্টাইলে পুষ্পবৃষ্টির মধ্যে দুজনের হেঁটে আসা এবং ঐতিহাসিক লোকেশনে রোমান্স। টিজার দেখে আন্দাজ করা যায়, এ সিনেমায় শাকিবের দুটি অধ্যায়। একটিতে তিনি সাধারণ মানুষ, স্কুটার চালান এবং স্ত্রীকে নিয়ে সুখের সংসার। আর অন্য অধ্যায়ে ভয়ংকর মানুষ। প্রতিশোধের নেশায় ছুটে চলছেন। একের পর এক খুন করছেন।

কেন এই প্রতিশোধ, তার আঁচ পাওয়া যায় টিজারে ব্যবহার করা শাকিবের আরেক সংলাপে, ‘যে আমার ভালোবাসার বুকে হাসি ফুটাইব, সে আমার দোস। আর যে হাসি কাইড়া নিব, সে আমার জানি দুশমন।’ ধারণা করা হচ্ছে, সোনালের সঙ্গে ঘটে যাওয়া কোনো খারাপ ঘটনার জেরে রাতারাতি বদলে যায় নায়ক। অতি সাধারণ মানুষটি মেতে ওঠে প্রতিশোধের খেলায়। হাসতে হাসতে একের পর এক খুন করে। দরদে শাকিবের ভয়ংকর চরিত্রটি সাজানো হয়েছে কিছুটা জোকারের স্টাইলে। একই সঙ্গে মজার ও নিষ্ঠুর। এ চরিত্রের বর্ণনা দিতে তাই ব্যবহার করা হয়েছে অন্য একটি চরিত্রের আরেকটি সংলাপ, ‘সেদিন ভেবেছিলাম, তুই জোকার; কিন্তু এখন দেখছি, তুই হচ্ছিস জোকারবার্গ।’‘দরদ’ ছবিতে শাকিব খানের সঙ্গে বলিউড তারকা সোনাল চৌহান

ছবিটির মুক্তির খবর সবার সামনে আনতে পেরে খুশি পরিচালক অনন্য মামুন। তিনি বললেন, ‘ছবিটি নিয়ে আমাদের ভিন্ন রকম পরিকল্পনা আছে। সেভাবেই এগোচ্ছি আমরা। আমরা কষ্ট করে ছবিটি বানিয়েছি।

এখন যাদের জন্য বানানো হয়েছে, ছবিটি তাদের কাছে পৌঁছে দিতে পারলেই আমাদের পরিশ্রম সার্থক।’ এদিকে চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি ও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের অন্যতম সদস্য কাজী হায়াৎ বলেছেন, ‘কোনো ধরনের কাটাছেঁড়া ছাড়াই “দরদ” পাস করেছে। এটি প্রেমের ছবি, দেখে আমার কাছে ভালো লেগেছে। এটিকে আমি ভালো ছবি বলতে স্বাচ্ছন্দ্যবোধ করব। দায়িত্বশীল পদে থেকে এর বেশি কিছু আমি বলতে পারব না।’

সার্টিফিকেশন বোর্ডের আরেক সদস্য খিজির হায়াত খান বললেন, ‘এটি পুরোপুরি বাণিজ্যিক ছবি। শাকিব খান বেশ ভালো অভিনয় করেছেন। অনন্য মামুন ও তাঁর টিম যে পরিশ্রম করেছে, তা পর্দায় দৃশ্যমান। ছবিটা দ্রুত প্রেক্ষাগৃহে আসুক। প্রেক্ষাগৃহ চাঙা হোক। আমার বিশ্বাস, প্রেক্ষাগৃহ চাঙা হবে।’

যৌথ প্রযোজনার ‘দরদ’-এ শাকিব-সোনাল ছাড়া আরও অভিনয় করেছেন পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারিয়া।

উল্লেখ্য এক সময় ঈদ ছাড়াই শাকিব খানের দেখতে দর্শকদের ঢল নামতো। কিন্তু সর্বশেষ ৪ বছরে ‘দরদ’ দিয়ে ঈদ ব্যতিত এ সুপারস্টারের কোনো ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

প্রথম আলো ও আজকের পত্রিকা অবলম্বনে


মন্তব্য করুন