Select Page

দরদ/ হিন্দি-বাংলা গান, ট্রেলার; একদিনে কত কী!

দরদ/ হিন্দি-বাংলা গান, ট্রেলার; একদিনে কত কী!

অনন্য মামুনের ‘দরদ’ সিনেমা নিয়ে শাকিব খানের ভক্তদের বিড়ম্বনার শেষ নেই। পরিচালক কত কী আশ্বাস দিচ্ছেন; আমার বেমালুম ভুলেও যাচ্ছেন। তার সঙ্গে রয়েছে অফিসিয়াল, আন-অফিসিয়াল ঘোষণার দ্বন্দ্ব।

এর মাঝে সিনেমা মুক্তির মাত্র পাঁচদিন আগে এল একসঙ্গে তিন প্রচার উপকরণ। এর মধ্যে রয়েছে একই গানের বাংলা ভার্সন ‘এই ভাসাও’ ও হিন্দি ‘জিসম ম্যাঁয় তেরি’। কণ্ঠ দিয়েছেন যথাক্রমে বালাম ও কোনাল এবং মোহাম্মদ ইরফান ও রুবাই। এর মধ্যে হিন্দি গানটি প্রশংসা পাচ্ছে বেশি। এছাড়া মুক্তি পেয়েছে ট্রেলার।

অনেকদিন ধরে অনন্য মামুন বলে আসছিলেন ভারতীয় টি সিরিজ থেকে মুক্তি পাবে হিন্দি গান। তবে এবার দেখা গেল মূল চ্যানেল নয় টি সিরিজের সহযোগী পপ চার্টবাস্টার্স নামের ইউটিউব চ্যানেলে। এখানে মূলত মূলধারার হিন্দি গানের বাইরের গানগুলো প্রকাশ হয়। তবে ‘দরদ’-এর গানকে এখানে মুক্তি দিয়ে বিশেষ সুবিধা পাবে টি সিরিজ। কেন না, শাকিব ভক্তরা অচিরেই গানটির সঙ্গে চ্যানেলটিও ভাইরাল করে দেবে!

এছাড়া ‘এই ভাসাও’ এবং ট্রেলার মুক্তি পেয়েছে টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে।

জানা গেছে, প্রেমের গল্পের আবরণে সাইকোথ্রিলার ঘরানার সিনেমা হল ‘দরদ’। সিনেমার গল্পের আভাস দিয়ে পরিচালক মামুন বলেন, ‘বারানসিতে একাধিক প্রভাবশালী ব্যক্তি খুন হন। ওই হত্যাকাণ্ডের সন্দেহ পড়ে শহরের দুলু মিয়া নামের এক ব্যক্তির ওপরে। সেই দুলু মিয়া হয়েছেন শাকিব খান। সিনেমায় থ্রিলারের পাশাপাশি আছে টালমাটাল প্রেমও।’

পরিচালক অনন্য মামুনেন ভাষ্য, চারটি প্রযোজনা সংস্থার অর্থলগ্নিতে এটি তার প্রথম প্যান ইন্ডিয়া সিনেমা।

১৪৯ মিনিট দৈর্ঘ্যের ‘দরদ’ সিনেমায় ৭টা গানের মধ্যে চারটি বাংলা এবং তিনটি হিন্দি গান রাখা হয়েছে। সিনেমার শুটিং হয়েছে ভারতের বারানসি ও এলাহাবাদে। শাকিব ও সোনাল ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন কলকাতার পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, রাহুল দেব, অলোক জৈনসহ অনেকে।

জানা গেছে, দেশের ৭০টি প্রেক্ষাগৃহে আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে সিনেমাটি। বাংলাদেশ-ভারতসহ বিশ্বের ২০টি দেশে ৪০০-র বেশি হলে সিনেমাটি মুক্তি দেওয়া হচ্ছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন পরিচালক অনন্য মামুন। তবে এসব দাবির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।


মন্তব্য করুন