Select Page

দর্শকের চোখে ‘সত্তা’ কেমন?

দর্শকের চোখে ‘সত্তা’ কেমন?

শুক্রবার দেশজুড়ে মুক্তি পেয়েছে হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ও শাকিব খান-পাওলি দাম অভিনীত ‘সত্তা’। মঙ্গলবারের প্রিমিয়ার শো থেকে সিনেমাটি প্রশংসায় ভাসছে। মুক্তির পরও তার ব্যতিক্রম হয়নি। তবে চোখে পড়েনি পরিপূর্ণ রিভিউ।

ফেসবুকে ‘সত্তা’ নিয়ে অনেকেই মন্তব্য করেছেন। বাংলা চলচ্চিত্র গ্রুপের সৌজন্যে তার কয়েকটি পড়ে নিই। আসুন—

গ্রুপটির এক সদস্য তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের স্ট্যাটাস শেয়ার করেছেন। প্রতিমন্ত্রী লিখেছেন, ‍“স্বত্তা’ হাসিবুর রেজা কল্লোলের একটি অসাধারণ চলচ্চিত্রের নাম। আজ (শুক্রবার) সত্তা সিনেমা দেখলাম। অনেক দিন পর একটি ভাল সিনেমা উপভোগ করলাম, অনুভব করলাম।অনেক ধন্যবাদ হাসিবুর রেজা কল্লোল ভাইকে, অসাধারণ একটি চলচ্চিত্র উপহার দেওয়ার জন্য।”

আবদুল্লাহ আল মানী লিখেছেন, ‘মেকিংটা আরো ভালো হলে দুর্দান্ত কিছু হতে পারত। সিকোয়েন্সে গণ্ডগোল নেই তবুও খাপছাড়া লেগেছে। তবে দ্বিতীয় অর্ধের গতিময়তা আর এন্ডিং ভালো ছিল। মোটের উপর বাণিজ্যিক ঘরনায় সামাজিক মূল্যবোধ আর স্যাটেয়ার হিসাবে খারাপ না। পাওলি ও শাকিব খান আপ টু দ্য মার্ক। বাট সব মিলিয়ে ধরলে ৬ এর বেশি রেটিং দেওয়া যাবে না শুধুমাত্র এর মেকিংয়ের জন্য।’

অনুভবে তুমির মতে, ‘কেউ যদি জানতে চায় মুভিটা দেখে আমি হ্যাপি কি না,আমি বলবো অবশ্যই হ্যাপি, ট্রেলার দেখে যতটা নিরাশ হয়েছিলাম,পুরো মুভিটা দেখে তার চেয়ে অনেক বেশি আনন্দিত। এই মুভির গল্প, সংলাপ এবং অভিনয় হচ্ছে এই মুভির প্রাণ। শাকিবের লুক ২-৩ রকমের দেখা গেছে যা দেখে সবার মনেই প্রশ্ন জেগেছে এমন কেন!একটা সিনেমার পিছনে অধিক সময় ক্ষেপন করাই এর প্রধান কারণ। কিন্তু অভিনয় দিয়ে শাকিব খান এটা কাভার করে দিয়েছে, অস্থির অভিনয় করেছেন শাকিব এবং পাওলি দাম, স্পেশালি পাওলি দাম… ওভারঅল সবাই ভালো অভিনয় করেছে।’

আরিফুল আলম বলেন, “সত্তা’ একজন নারীর দৃষ্টিতে চলমান সমাজের চিত্রায়ন আর পুরুষের দৃষ্টিতে পরিবর্তন দরকার। সিনেমাতে পাওলি ছড়িয়েছেন নিজস্ব সত্তা বেশ ভালভাবেই আর শাকিব মার্জিনাল। রম্য বিষয়গুলোর নির্বাচন যুতসই কিন্তু মেকিং ততটা নয়। সর্বোপরি নির্মাণ আরো ভালো হতে পারতো। এন্ডিংটা যেভাবে নির্মাণ করেছেন তেমন নির্মাণ পুরো সিনেমাতে হলে অনেক ভালো হতো। মিউজিক এবং ডায়লগে ছবির মুন্সিয়ানা নোটেবল। তবে দেখার মতো ছবি। বেশি আশা না নিয়ে!”

এছাড়া দীর্ঘ লেখার এক পর্যায়ে রহমান মতি লিখেছেন, “সত্তা’কে নিয়ে দীর্ঘ সময় অপেক্ষার পর একটা পুষে রাখা অনুভূতি থেকে বিচার করলে অনেকেই ভুল ধরতে পারবে। ধরা শুরুও করেছে কিন্তু সাম্প্রতিক ইন্ডাস্ট্রির গতানুগতিক একঘেয়েমি থেকে বেরিয়ে সমাজ-রাষ্ট্র থেকে জীবনের কাছাকাছি যাওয়ার মতো সিনেমার কথা যদি একটিবার ভাবেন তবে এ সিনেমা গ্রেট।নির্মাণ নিয়ে কথা তোলার বিষয় আছে কিন্তু গল্প ও দর্শনটাকে মাথায় রেখে কথা বলুন। দেখতে থাকুন সিনেমাটি দর্শক কীভাবে নিচ্ছে। দর্শকের থেকে বড় সমালোচক আর কেউ নেই।”


Leave a reply