দর্শকের ‘ভুয়া ভুয়া’ চিৎকারে মঞ্চ ছাড়লেন অপ্রস্তুত জায়েদ খান
সিনেমার নায়ক থেকে জায়েদ খান এখন ট্রল আইটেম। সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে তুমুল আলোচনা হয় আজকাল, হয়তো সেই দৌড়ে হিরো আলমকেও হারিয়ে দিচ্ছেন। তেমন ‘জনপ্রিয়তা’কে পুঁজি করে তাকে ডাকা হয়েছিল নিউইয়র্কের ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ডে। কিন্তু সেখানে একে তো তার প্রস্তুতি ছিল না, তার ওপর দর্শকের তিরস্কার; ফলাফলে ছাড়তে হলো মঞ্চ!
প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়, গত ২৫ জুন জ্যামাইকার অ্যামাজুরা মিলনায়তনে স্থানীয় সময় রাত সাড়ে নয়টায় মঞ্চে উঠেন এই সালমান খান ভক্ত। উপস্থাপক সাজু খাদেম মাইক্রোফোনে জায়েদের নাম ঘোষণা করতেই মিলনায়তন–ভর্তি হাজারো দর্শক ‘ভুয়া, ভুয়া’ ধ্বনিতে চিৎকার করতে থাকেন। দর্শকের ‘ভুয়া’ ধ্বনিতে একসময় মঞ্চ ত্যাগ করতে বাধ্য হন তিনি।
শিডিউল অনুযায়ী রাত ৯টা ২৬ মিনিটে উপস্থাপক সাজু খাদেম মঞ্চে ডাকেন জায়েদকে। যখন সাজু খাদেম বলছিলেন, ‘এখন মঞ্চে আসছেন জায়েদ খান’, ঘোষণার সঙ্গে সঙ্গে ‘ভুয়া, ভুয়া’ বলে চিৎকার করতে থাকেন সবাই। জায়েদ খান ও প্রিয়মনি মঞ্চে ঢুকতেই ‘তোকে ভালোবাসতেই হবে’ গানটি বাজতে থাকে। এই গানের সঙ্গে পারফরম্যান্স করার কথা থাকলেও তাঁরা দুজন হাঁটাচলা করেন, এসব দেখে দর্শকের ‘ভুয়া, ভুয়া’ বলা আরও বেড়ে যায়।
আয়োজক সংগঠন শো–টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম মঞ্চে এসে দর্শকের উদ্দেশে বলেন, ‘অতিথিদের সম্মান করতে হয়। যারা জায়েদ খানের পারফরম্যান্স দেখতে চান, তারা আগামী দিনে ওয়াশিংটনে গেলে দেখতে পাবেন।’
প্রথম আলো
তখন জায়েদ খান মাইক্রোফোন নিয়ে বলেন, ‘আমি শেষ করে দিচ্ছি। আমার পারফরম্যান্স ছিল কিন্তু রিহার্সেল ছিল না; তারপরও একটা গান গেয়ে নিচ্ছি প্রিয়মনিকে সঙ্গে করে।’ এরপর ‘যেখানে তুমি রবে, সেখানে আমি হব ছায়া’ গানটি গাইতে শুরু করলে, উপস্থিত দর্শকদের ‘ভুয়া’ ধ্বনিতে মিলতনায়তনে হট্টগোল শুরু হয়। এরপর জায়েদ খান মঞ্চ ত্যাগ করতে বাধ্য হন।
নিউইয়র্কে অনুষ্ঠিত ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ডে অতিথি হিসেবে আরও ছিলেন জেমস, চঞ্চল চৌধুরী, তাহসান, মেহের আফরোজ শাওন, প্রতীক হাসান, জিয়াউল হক পলাশ, কেয়া পায়েল, ব্যান্ড চিরকুট। আয়োজক সূত্রে জানা যায়, নিউইয়র্কের জ্যামাইকার অ্যামাজুরা মিলনায়তন ছাড়াও আগামী ১ জুলাই ভার্জিনিয়ার হিন্ড্রন হাইস্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হবে ঢালিউড ফিল্ম অ্যাওয়ার্ড।
এর আগে ২০১৭ সালে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডে অংশ নিয়েছিলেন জায়েদ খান।
এদিকে কয়েক দিন ধরে জায়েদ খানকে আমন্ত্রণ জানানো নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব রয়েছেন ওমর সানী। সরাসরি নাম না নিয়ে ‘কাউয়া’ উল্লেখ করে এই অভিনেতাকে আক্রমণ করেছেন তিনি। এক সময় সুসম্পর্ক থাকলেও গত বছর ওমর সানী ও জায়েদ খানের মধ্যে জটিল অবস্থার তৈরি হয়। যার কেন্দ্রে ছিলেন মৌসুমী। এর আগে জায়েদের বিরুদ্ধে অভিযোগ এনে ভিডিও বার্তা দেন আরেক নায়িকা পপি। তা সত্ত্বেও পপির দুই আত্মীয় মৌসুমী-ওমর সানীর সঙ্গে জায়েদের সুসম্পর্ক ছিল। তবে তা গত বছর চিড় ধরে।