দারুণ ফর্মে দি অভি কথাচিত্র
প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান হিসেবে দি অভি কথাচিত্রের পরিচয় রয়েছে দর্শকের সঙ্গে। চলতি বছরে দারুণ ফর্ম পেয়েছে প্রতিষ্ঠানটি। আলোচিত দুই সিনেমা পরিবেশন করে দর্শকের মন জুগিয়েছে।
চলচ্চিত্রের মন্দা, নির্মাণের হালনাগাদ না হওয়ায় গুটিকয়েক প্রতিষ্ঠান কোনোভাবে নিজেদের টিকিয়ে রেখেছে চলচ্চিত্র ব্যবসায়। আবার জাজ মাল্টিমিডিয়ার মতো করে নতুন কলা-কৌশল ও লগ্নি নেই অন্য প্রতিষ্ঠানের। সেখানে দি অভি কথাচিত্র প্রতিযোগিতামূলক বাজারে আশার আলো দেখাচ্ছে।
দি অভি কথাচিত্র পরিবেশনার পাশাপাশি প্রযোজনাও করে থাকে। এ প্রতিষ্ঠানের নতুন সিনেমা ‘ভালো থেকো’ মুক্তি পাবে ২০১৮ সালের ৯ ফেব্রুয়ারি। ইতোমধ্যে সিনেমাটি আলোচনা তুলেছে। এমনকি সিনেমা হল থেকে পেয়েছে ভালো রেন্টালের প্রতিশ্রুতি। আর প্রতিষ্ঠানটির কর্ণধার জাহিদ হাসান অভি প্রতিশ্রুতি দিয়েছেন বছরে একাধিক সিনেমা নির্মাণের।
প্রতিষ্ঠানটি এ বছর দুটি সিনেমা দর্শকদের কাছে পৌঁছে দিয়ে সুনাম কুড়িয়েছে। এর মধ্যে রয়েছে বছরের দ্বিতীয় হিট সিনেমা ‘ঢাকা অ্যাটাক’। সিনেমাটি ইতোমধ্যে প্রেক্ষাগৃহে ৮০দিন পার করেছে। অন্যদিকে ডিসেম্বরে মুক্তি পাওয়া ‘হালদা’কে প্রথম সপ্তাহে পাইয়ে দিয়েছে ৮২টি হল। যা একটু অন্যরকম সিনেমার জন্য বেশিই বলতে হয়। দি অভি কথাচিত্রের এ পদক্ষেপ নতুন করে আশা দেখাচ্ছে গতানুগতিকতার বাইরে যাওয়া নির্মাতাদের।
এ গতিতে এগুতে থাকলে ঢালিউডে নিজের স্থান আরো পোক্ত করে নেবে দি অভি কথাচিত্র। আর প্রতিযোগিতায় বাড়বে ঢাকাই ইন্ডাস্ট্রির মান।