দিল্লি উৎসবে সেরা ‘গোপন’
‘গাড়িওয়ালা’র পর আশরাফ শিশির নির্মাণ করেছেন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গোপন দ্য ইনার সাউন্ড’, যা ৩ থেকে ৯ ডিসেম্বর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ‘দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ আন্তর্জাতিক প্রতিযোগিতা ‘অ্যাক্রস দ্যা বর্ডার’ বিভাগে ‘শ্রেষ্ঠ চলচ্চিত্র’ পুরস্কার অর্জন করেছে। ভারতের ৮ বার জাতীয় পুরস্কার বিজয়ী এডিটর এ. শ্রীকার প্রাসাদের হাত থেকে এ পুরস্কার গ্রহণ করেন আশরাফ শিশির ও অভিনেত্রী কাবেরী রায় চৌধুরী।
থ্রিলারধর্মী ‘গোপন’ এ আন্ডারগ্রাউন্ড পলিটিক্সে জড়িয়ে যাওয়া এক পিতা, তার হারিয়ে যাওয়া স্ত্রী এবং একমাত্র কন্যাসন্তানের বিবর্তন, একজন জনপ্রিয় লেখিকার জীবনে মনস্তাত্ত্বিক অসহায়ত্বের মাঝে একজন ফ্লপ ছবির নির্মাতার আগমন কিভাবে কয়েকটি খুন আর নতুন কিছু স্বপ্নের জন্ম দেয় তা দেখানো হয়ে;ছে।
সুমনা সোমা, কাবেরী রায় চৌধুরী, ইমরান ইমু ছাড়াও এ চলচ্চিত্রে অভিনয় করেছেন লাবন্য ক্যাটরিনা, আনন জামান, সিরাজুল ইসলাম, সৌরভ তোফাজ্জল, আবুল কালাম আজাদ, মান্নাফ কাইজার, দেবীপ্রসাদ, মিলা, দীপ, উজ্জ্বল, ফেরদৌস রেজা, রুদ্রনীল, শুভসহ ৪০০ নাট্যকর্মী। সংগীত পরিচালনা করেছেন রাফায়েত নেওয়াজ এবং চিত্রগ্রহণ ও সম্পাদনা করেছেন সাব্বির মাহমুদ। ‘এখনও আমার দিন কাটে’ গানটিতে সুর ও সংগীতায়োজন করেছেন ভারতের নীলাদ্রি ব্যানার্জি। ২০১৫ সালের জুন মাসে ছবিটির শুটিং সম্পন্ন হয়। ছবিটি প্রযোজনা করেছে মিডিয়াএইড বাংলাদেশ, কানাডিয়ান মিডিয়া এন্টারটেইন্টমেন্ট ইনক এবং ডিজিসুগার এলএলসি।