দুঃখ প্রকাশ করলেন ‘সুপার হিরো’র প্রযোজক
অস্ট্রলিয়ায় ‘সুপারহিরো’র শুটিং হয় চলতি বছরের ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। কিন্তু নিয়ম মোতাবেক তথ্য মন্ত্রণালয় থেক বিদেশে শুটিংয়ের জন্য অনুমতি নেওয়া হয়নি। এ নিয়ে অভিযোগ ওঠায় দুঃখ প্রকাশ করেছেন প্রযোজক।
কালের কণ্ঠ জানায়, বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহীন আরা বেগম।
এর আগে নিপা এন্টারপ্রাইজ নামে চলচ্চিত্র প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিযোগ করা হয় তথ্য মন্ত্রণালয়ে। এ অভিযোগের সত্যতা পাওয়া গেল।
প্রযোজনা প্রতিষ্ঠান হার্টবিট প্রডাকশন বলছে, বিদেশে চলচ্চিত্রের শুটিং করতে হলে অনুমতি নিতে হয় এই বিষয়টি জানা ছিল না ‘সুপারহিরো’র প্রযোজক তাপসী ফারুকের।
তথ্য মন্ত্রণালয়ে তাপসী ফারুক দুঃখ প্রকাশ করে শুটিং পরবর্তী সময়ে বিষয়টি অনুমতি প্রদানের জন্য গত ১৫ মে আবেদন জানিয়েছেন।
আবেদন পত্রে উল্লেখ করেছেন ছবিটি আসন্ন ঈদে মুক্তির প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সেন্সর বোর্ডে ছবিটি জমা দিতে গিয়ে বিদেশে শুটিংয়ের অনুমতির বিষয়টি সম্পর্কে অবগত হন। তথ্যমন্ত্রণালয়ে হার্টবিট প্রোডাকশনের পক্ষে আবেদন পত্রে বলা হয় অস্ট্রেলিয়ায় তিনটি গান ও কিছু দৃশ্যের শুটিং করা হয়েছে।
এ বিষয়ে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহীন আরা বেগম বলেন, এরকম একটি চিঠি পেয়েছি। চিঠিটি আমরা ফাইলে রেখেছি। এখন পর্যন্ত ছবিটির বিষয়ে কিংবা আবেদনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
‘সুপার হিরো’ ছবির চিত্রনাট্য লিখছেন দেলোয়ার হোসেন দিল। ছবিটি নির্মিত হবে অ্যাকশন থ্রিলারধর্মী গল্পে। অভিনয় করেছেন শাকিব-বুবলি। রোববার প্রকাশ হয়েছে সিনেমাটির প্রথম পোস্টার।