Select Page

দুই-একটি সংলাপ কেটে ছাড়পত্র পেল ‘শনিবার বিকেল’

দুই-একটি সংলাপ কেটে ছাড়পত্র পেল ‘শনিবার বিকেল’


# ‘ডুব’-এর ভোগান্তি নয়, সেন্সরে জমা দেওয়ার কয়েকদিনের মধ্যে ছাড়পত্র পেল শনিবার বিকেল
# বুধবার ছবিটি ছাড়পত্র পায়
# জানা গেছে, দুই একটি সংলাপ কেটে এটি ছাড়পত্র দেওয়া হয়েছে
# কাহিনি অনেকটা হলি আর্টিজান ট্র্যাজেডির মতো
# মুক্তি পাবে মার্চ বা এপ্রিলে

‘ডুব’-এর ভোগান্তিতে পোহাতে হলো না মোস্তফা সরয়ার ফারুকীকে। তার নতুন চলচ্চিত্র ‘শনিবার বিকেল’ বা ‘স্যাটারডে আফটারনুন’ ৯ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। সেন্সর বোর্ডের একাধিক সদস্য ও ছবিটির অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার বরাতে খবরটি দিয়েছে বাংলা ট্রিবিউন

জাজের কর্ণধার আব্দুল আজিজ বলেন, ‘খুব সুন্দরভাবে আনকাট ছাড়পত্র পেয়েছে ছবিটি। আমাদের ইচ্ছে মার্চের শেষ দিকে এটি পর্দায় আনার। যদি তা সম্ভব না হয় তবে এপ্রিলের প্রথমদিকে এটি আসবে। মাত্র তো ছাড়পত্র পেলাম। একটু সময় নিয়ে বসে সব কিছু ঠিকঠাক করব।’

‘শনিবার বিকেল’ ২০১৬ সালে গুলশানের হলি আর্টিজান বেকারিতে ঘটে যাওয়া সন্ত্রাসী আক্রমণ ও জিম্মিদশাকে অবলম্বন করে। বিদেশি সংবাদমাধ্যম ভ্যারাইটিকে পরিচালক ফারুকী জানিয়েছিলেন বিষয়টি।

এ প্রসঙ্গে সেন্সর বোর্ডের জ্যেষ্ঠ সদস্য ইফতেখার উদ্দিন নওশাদ বাংলা ট্রিবিউনকে বললেন, ‘এটি মূলত হলি আর্টিজানের ঘটনার মতো বিষয় নিয়ে নির্মিত। তবে পরিচালক হলি আর্টিজান নামটি দেখায়নি ছবিটিতে। অন্য একটি অ্যাটাক বুঝিয়েছেন। তবে গল্পটা আসলে একই। টেকনিক্যালি ছবিটি খুবই সমৃদ্ধ। তবে দৈর্ঘ্য খুব একটা বেশি নয়। দেড় ঘণ্টার ছবি এটি। আনকাট নয়, দুই একটি সংলাপ কেটে এটি ছাড়পত্র দেওয়া হয়েছে।’

এ ছবিতে কাজ করছেন ফিলিস্তিনের অভিনেতা ইয়াদ হুরানি। সঙ্গে বরাবরের মতো স্ত্রী নুসরাত ইমরোজ তিশা তো আছেনই। এতে একেবারে ভিন্ন গেটআপে আসছেন অভিনেতা জাহিদ হাসান। থাকছেন নন্দিত নাট্যজন মামুনুর রশীদ, কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়ও।

 


Leave a reply