দুই হলে মুক্তি পাচ্ছে ‘পাঠশালা’
পাঠশালা সিনেমার পোস্টার। ছবি : সংগৃহীত
# ছক বাঁধা গল্প ছাড়া অন্য ধারার সিনেমা বরাবরই অবহেলিত বাংলাদেশে
# মুক্তির ঘোষণা দিয়েও পিছিয়ে আসতে বাধ্য হয় ‘পাঠশালা’
# এবার রাজধানীর দুই মাল্টিপ্লেক্সে শুক্রবার মুক্তি পাচ্ছে সিনেমাটি
# স্টার সিনেপ্লেক্সে পেয়েছে প্রতিদিন ৩টি শো
ঢাকার আনাচে কানাচের দেয়ালগুলোতে মোটা কালো হরফে লেখা ‘সব মানিকের জন্য স্কুল চাই’! এই চাওয়াটি মূলত মুক্তির প্রতীক্ষায় থাকা ‘পাঠশালা’র। পরিচালনা করেছেন আসিফ ইসলাম ও ফয়সাল রদ্দি।
বাংলাদেশে ছক বাঁধা সিনেমা ছাড়া প্রেক্ষাগৃহ পাওয়াই মুশকিল। সেই চিত্র আবারও দেখা গেল ‘পাঠশালা’র ক্ষেত্রে। সোশ্যাল মিডিয়া ও রাজধানীতে বেশ প্রচার চালিয়েও ২৩ নভেম্বর মুক্তি পায়নি সিনেমাটি। এক সপ্তাহের পর মাত্র দুটি হলে মুক্তি পাচ্ছে।
চ্যানেল আই অনলাইনকে নির্মাতা আসিফ ইসলাম বলেন, অপেক্ষার প্রহর শেষ হচ্ছে। শুক্রবার থেকে রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স ও যমুনা ব্লকবাস্টারে আমাদের ‘পাঠশালা’ মুক্তি পাচ্ছে।
বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে ছবিটি প্রতিদিন তিনটি শো প্রদর্শন করবে বলেও জানান আসিফ। দুপুর পৌনে একটা, বিকাল পৌনে পাঁচটা এবং সন্ধ্যা সাড়ে সাতটাসহ মোট তিনটি শো প্রদর্শন করবে স্টার সিনেপ্লেক্স। যমুনা ব্লকবাস্টার সিনেমাসে দেখা যাবে চারটা ৫০ মিনিটে।
ভারত, জার্মানি ও কানাডার বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর এবার বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘পাঠশালা’। ইতোমদ্যে ট্রেলারের মাধ্যমে অনেকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ছবিটি। দশ বছরের এক মেধাবী পথশিশু মানিকের জীবন জয়ের অদম্য গল্প নিয়ে নির্মিত হয়েছে ছবিটি।