Select Page

দেশের বাইরে যাচ্ছেন আনোয়ার হোসেন

দেশের বাইরে যাচ্ছেন আনোয়ার হোসেন

image_69598নবাব সিরাজদ্দৌলাখ্যাত অভিনেতা আনোয়ার হোসেন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন বেশ কিছুদিন যাবত। কিন্তু তার শারিরীক অবস্থা খুব একটা উন্নতি হয় নি। এরইমধ্যে দেশের বাইরের বিভিন্ন হাসপাতালে আনোয়ার হোসেনের চিকিৎসার জন্য কথা চলছে।

বিভিন্ন পরীক্ষার পর জানা যায়, তার গল ব্লাডারে স্টোন রয়েছে। এরমধ্যে গত দুইদিনে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। কাশিটা বেড়েছে অনেকাংশে। কর্তব্যরত ডাক্তার জানিয়েছেন, তারা আরও দুয়েকদিন আনোয়ার হোসেনের চিকিৎসা নিয়ে পর্যবেক্ষণ করতে চান। এরপর যদি আনোয়ার হোসেনের শারীরিক কোনো উন্নতি না ঘটে তাহলে বিদেশে পাঠাতে হবে।

এই প্রসঙ্গে আনোয়ার হোসেনের পরিবার থেকে জানা যায়, এই হাসপাতালে আরও কয়েকদিন আনোয়ার হোসেনকে রাখা হবে। যদি তার শারীরিক কোনো উন্নতি না হয়, কিংবা কাশিটা গুরুতর পর্যায়ে যায় তাহলে দেশের বাইরে কোনো এক হাসপাতালে চিকিত্সার জন্য নেওয়া হবে। এরইমধ্যে দেশের বাইরের বিভিন্ন হাসপাতালে আনোয়ার হোসেনের চিকিৎসার জন্য কথা চলছে।

উল্লেখ্য, দেশীয় চলচ্চিত্রের এই কিংবদন্তির অসুস্থতায় চলচ্চিত্র সংশ্লিষ্টদের মধ্যে কেউ খুব এগিয়ে আসেননি। ববিতা, চম্পা, সুচন্দা, ফারুকঅনন্তসহ একাধিক ব্যক্তি আনোয়ার হোসেনের খোঁজখবর নিলেও এফডিসির বর্তমান প্রযোজক সমিতি, পরিচালক সমিতি এবং শিল্পী সমিতির কোনো আগ্রহই লক্ষণীয় নয়।

সুত্র: দৈনিক ইত্তেফাক


Leave a reply