দেশের হলে সাময়িকভাবে স্থগিত ‘জাওয়ান’
কোটি কোটি টাকা আয় করে বাংলাদেশের বাজার থেকে সরছে ‘জাওয়ান’। অবশ্য তা ‘সাময়িক’ বলে জানা গেছে। গত ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পায় বলিউডের সিনেমা ‘জাওয়ান’। একইদিনে বাংলাদেশেও মুক্তি পেয়েছিল শাহরুখ খান অভিনীত সিনেমাটি।
আমদানির ভিত্তিতে সিনেমাটি মুক্তির অনুমতি দিয়েছিল তথ্য মন্ত্রণালয়। সিনেমাটি বাংলাদেশে আমদানি করেছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও রংধনু গ্রুপ।
প্রায় দুইমাস সফলভাবে চলার পর আগামী মঙ্গলবার থেকে সাময়িকভাবে দেশের হলগুলোতে বন্ধ থাকবে ‘জাওয়ান’ সিনেমার প্রদর্শনী।
আমদানিকারক প্রতিষ্ঠান ও স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
তারা জানান, সিনেমা আমদানি নীতি অনুযায়ী যেকোনো উৎসবে হিন্দি সিনেমা প্রদর্শন বন্ধ রাখতে হবে। দুর্গাপূজার কারণে তাই ‘জাওয়ান’ সিনেমার শো বন্ধ থাকবে।
সম্প্রতি প্রায় দেশের সব হলে মুক্তি পায় শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’। এ সিনেমার ব্যাপক ডামাডোলের মাঝেও মাল্টিপ্লেক্সগুলোর অধিকাংশ পর্দা দখল করে রেখেছিল ভারতীয় সিনেমাটি। সিনেমা হলের ওয়েবসাইট ট্র্যাক করে জানা যায়, বিক্রিবাট্টাও বেশ ভালো হচ্ছিল। এখন দুর্গাপূজার কারণে আপাতত সরতে হচ্ছে পর্দা থেকে।