দেশে আরও দশটি মাল্টিপ্লেক্স তৈরি হতে যাচ্ছে!
দেশে আরও দশটির মাল্টিপ্লেক্স তৈরি হচ্ছে যাচ্ছে— এ কথা বলেছেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা মিয়া আলাউদ্দিন।
কালের কণ্ঠের এক প্রতিবেদনে জানানো হয়, খুলনা, পাবনা, বগুড়া, নওগাঁ ও শেরপুর থেকে মাল্টিপ্লেক্স নির্মাণের সুখবর পাওয়া গেছে।
খুলনার পুরনো লিবার্টি হল সংস্কার করে তৈরি হচ্ছে মাল্টিপ্লেক্স। একইভাবে পাবনার বীণাবাণী, বগুড়ার মধুবন, নওগাঁর সেভেন স্টার ও শেরপুরের কাকলী হলও মাল্টিপ্লেক্স করার সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্ট হল মালিকরা।
পত্রিকাটিকে এ খবর নিশ্চিত করেন মিয়া আলাউদ্দিন। তিনি বলেন, ‘শুধু এই পাঁচটিই নয়, সারা দেশে এ বছর আরো ১০টি মাল্টিপ্লেক্স তৈরি হতে যাচ্ছে। এটি খুবই স্বস্তির কথা। আসলে অন্ধকার ঘরে বড় পর্দায় ছবি দেখার মজাই আলাদা। গত পাঁচ বছরে প্রচুর হল ভাঙা হয়েছে, এখন মনে হচ্ছে সুদিন ফিরতে চলেছে। আমরা প্রতিনিয়ত হল মালিকদের বুঝিয়েছি হলের আধুনিকায়ন না হলে দর্শক ফেরানো সম্ভব নয়। অবশেষে তাঁরা বুঝতে সক্ষম হয়েছেন। এখন প্রযোজক-পরিচালকদের অনুরোধ করব ভালো ছবি নির্মাণ করার। তাহলে দর্শক আবার হলমুখো হবে।’
যশোরের মণিহার হলের মালিক জিয়াউল ইসলাম মিঠুও মাল্টিপ্লেক্স করার ঘোষণা দিয়েছেন সম্প্রতি। হলটির ব্যবস্থাপক আলী আকবর সোহাগ বলেন, ‘মূল হলটি রেখে পাশেই তৈরি করা হবে মাল্টিপ্লেক্স। এর মধ্যে ডিজাইনারের সঙ্গে কথা বলেছি। ডিজাইন পেলেই কাজ শুরু করব।’
কিছুদিন আগে সরকার সিনেমা হল মালিকদের হাজার কোটি টাকা প্রণোদনার ঘোষণা দেয়। সে প্রক্রিয়ায় কতটা সাড়া পড়েছে জানা যায়নি। তবে করোনার জটিল সময় ও ঢাকাই সিনেমার ক্রান্তিলগ্নে মাল্টিপ্লেক্সের ঘোষণা অবাক করার মতোই। অবশ্য সম্প্রতি একই দিনে ভারতীয় সিনেমা মুক্তির অনুমতি পাওয়া গেছে খবরও হয়েছে।