নতুন গল্পে টেলিভিশন সিরিজ ‘আয়নাবাজি’
জনপ্রিয় চলচ্চিত্র ‘আয়নাবাজি’ অবলম্বনে টেলিভিশনের জন্য তৈরি হচ্ছে ‘আয়নাবাজি অরিজিনাল সিরিজ’। রোববার এক সংবাদ সম্মেলনে টিভি সিরিজটির ঘোষণা দেওয়া হয়। আসছে ঈদুল ফিতরে টানা সাতদিন একই সময়ে জিটিভি, আরটিভি ও দীপ্ত টিভিতে দেখা যাবে সিরিজটি।
এই টিভি সিরিজটিতে ভিন্ন প্রেক্ষাপট, ঘটনা এবং চরিত্রের সঙ্গে সাতটি ভিন্ন ভিন্ন গল্প নিয়ে আলাদা সাত পর্ব তৈরি হবে। প্রতিটি পর্ব হবে এক ঘণ্টার।
‘আয়নাবাজি’ চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা ছাড়াও সিরিজটির সঙ্গে যুক্ত থাকবেন দেশের শীর্ষ নির্মাতারা। মূল চলচ্চিত্রটির পরিচালক অমিতাভ রেজা চৌধুরী থাকছেন ডিরেক্টরিয়াল কনসালট্যান্ট হিসেবে। গাউসুল আলম শাওন ক্রিয়েটিভ কনসালট্যান্ট। পর্বগুলো পরিচালনা করবেন কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, আশফাক নিপুণ, সুমন আনোয়ার, গৌতম কৈরি, তানিম অংশু এবং রবিউল আলম রবি। সিরিজটি যৌথভাবে প্রযোজনা করবে টম ক্রিয়েশনস ও ক্যান্ডি প্রডাকশন।
‘আয়নাবাজি অরিজিনাল সিরিজ’ প্রসঙ্গে ক্রিয়েটিভ কনসালট্যান্ট সৈয়দ গাউসুল আলম শাওন বলেন, ‘দর্শকদের আবারও মুগ্ধ করে দিতে আসছে আয়নাবাজি অরিজিনাল সিরিজ। এটি আয়নাবাজির বর্ধিত পর্ব হিসেবে চলচ্চিত্রটিকে আরো সামনে নিয়ে যাবে।’
অমিতাভ রেজা চৌধুরী বলেন, ‘আমার কাছে আয়নাবাজির সবচেয়ে বড় সফলতা হলো সিনেমা হল থেকে বের হওয়া মানুষের হাসিমুখ এবং হারিয়ে যাওয়া সিনেমা দর্শককে হলে আনতে পারা। এই প্রাপ্তিকে দেশব্যাপী আরো বৃহত্তর জনগোষ্ঠীর কাছে ছড়িয়ে দিতে আমাদের এই উদ্যোগ। আমরা আবার আয়নাবাজি নিয়ে আসছি নতুন গল্প এবং চরিত্রের সঙ্গে। ’
সূত্র : কালের কণ্ঠ