Select Page

শিল্পকলায় নদীজন চলচ্চিত্রের প্রদর্শনী

শিল্পকলায় নদীজন চলচ্চিত্রের প্রদর্শনী

ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে আয়োজিত ‘নতুন চলচ্চিত্র নতুন নির্মাতা চলচ্চিত্র উৎসব’ এর মার্চ মাসের নির্বাচিত চলচ্চিত্রের প্রদর্শনীতে শাহনেওয়াজ কাকলী নির্মিত পূচলচ্চিত্র ‘নদীজন’ প্রদর্শিত হবে বুধবার। এছাড়াও রয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রদর্শনী এবং চলচ্চিত্র বিষয়ক আলাপ।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বিকাল ৪টায় স্বল্পদৈর্ঘ্য ৪টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। চলচ্চিত্রগুলো হল অতনু পাটোয়ারী নির্মিত ‘স্ট্রিট ক্রিড’ (উদ্বোধনী প্রদর্শনী), মোহাম্মদ ফরহাদ লিমন চৌধুরী নির্মিত ‘স্টোরি অব গোলাপী’ (উদ্বোধনী প্রদর্শনী), আবরার হোসাইন রাজীব নির্মিত ‘সাউন্ড অব এ ফ্রিডম ফাইটার’ এবং নাহিদ হাসান নির্মিত স্বল্পদৈর্ঘ্য নিরীক্ষাধর্মী চলচ্চিত্র ‘লিম্ব’ (উদ্বোধনী প্রদর্শনী)।

বিকাল ৫:৩০টায় অনুষ্ঠিত হবে ‘সিনেমা ফাইভ আলাপ’। ‘সিনেমা ফাইভ আলাপ’ চলচ্চিত্র শিল্প বা চলচ্চিত্র-সংস্কৃতি বিষয়ক মতবিনিময়মূলক বক্তৃতা আয়োজন। প্রতিমাসে ‘নতুন চলচ্চিত্র নতুন নির্মাতা চলচ্চিত্র উৎসব’ এর নির্বাচিত চলচ্চিত্রের প্রদর্শনীর পাশাপাশি চলচ্চিত্র-সংস্কৃতি সংশ্লিষ্ট নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে ‘সিনেমা ফাইভ আলাপ’ এর আয়োজন অনুষ্ঠিত হয়। এবারের বিষয় ‘চলচ্চিত্র নির্মাতার লড়াই: ব্যক্তিক ও শৈল্পিক টানাপোড়েন’, আলচোনা করবেন চলচ্চিত্র নির্মাতা শবনম ফেরদৌসী।

সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে নির্মাতা শাহনেওয়াজ কাকলী নির্মিত পূর্ণদৈর্ঘ্য কাহিনী চলচ্চিত্র ‘নদীজন’।  চলচ্চিত্র প্রদর্শনী ও ‘সিনেমা ফাইভ আলাপ’ সকলের জন্য উন্মুক্ত।


Leave a reply