Select Page

জেলহত্যা নিয়ে নাটক ‘সিক্রেট অব হিস্ট্রি’

জেলহত্যা নিয়ে নাটক ‘সিক্রেট অব হিস্ট্রি’

জেলহত্যা নিয়ে নাটক 'সিক্রেট অব হিস্ট্রি'

জেলের ভেতর জাতীয় চার নেতাকে নির্মম খুন ও তৎপরবর্তী ক্যান্টনমেন্ট ও রাষ্ট্রীয় ষড়যন্ত্র নিয়ে মঞ্চনাটক ‘সিক্রেট অব হিস্ট্রি’ মঞ্চস্থ হচ্ছে আজ। বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ৬টায় এর কারিগরী প্রদর্শনী অনুষ্ঠিত হবে। নাটকটি মঞ্চে আনছে বুনন থিয়েটার।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক আনন জামানের রচনায় এই নাটকটির নির্দেশনা দিয়েছেন শুদ্ধমান চৈতন।

নাট্যকার আনন জামান জানান, ‘সিক্রেট অব হিস্ট্রি’ নাটকে শুরুতেই দেখা যায়, এক মহান রাষ্ট্রপতিকে হত্যা করে গদি দখল করা খুনি রাষ্ট্রপতি জেলের ভেতর হত্যাকৃত চার নেতার লাশ গোরস্থানে বয়ে এনেছে রাতের অন্ধকারে কবর দেওয়ার জন্য। গোরস্থানের আদি ভৌতিক আবহে খুনি রাষ্ট্রপতির মুখোমুখি হয় জেলখানার দায়িত্বপ্রাপ্ত গার্ড, খুনি রিসালদার ও চার নেতার ছায়া শরীর। কাহিনির মাঝখানে যুক্ত হয় এক খুনি মেজর।

সিক্রেট অব হিস্ট্রি বুনন থিয়েটারের ৮ম প্রযোজনা। আগামী মে মাসে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

সূত্র: প্রথম আলো


মন্তব্য করুন