
নবাগত প্রযোজক-পরিচালকের সঙ্গে নতুন সিনেমায় শাকিব খান
প্রায় তিন দশকের ক্যারিয়ারে ঢাকার প্রথম সারি সব পরিচালক ও প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করেছেন শাকিব খান। ঢালিউডের সেই রমরমা দিন না থাকলেও নতুনদের ভর করে এ নায়কের ক্যারিয়ার পেয়েছে শক্ত ভিত্তি। এবার শাকিবের সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেক হচ্ছে নতুন প্রযোজক ও পরিচালকের।

দুই দিন ধরেই শোনা যাচ্ছিল শাকিব খানকে নিয়ে নাট্য পরিচালক আবু হায়াত মাহমুদ সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। সেই খবরই সত্য হলো। অবশ্য সিনেমাটির নাম এখনো ঠিক হয়নি। প্রথম আলোকে আবু হায়াত বলেন, ‘আমরা বেশ কয়েকবার শাকিব খানের সঙ্গে গল্প নিয়ে বসেছিলাম। তিনি আমাদের গল্প, প্রেক্ষাপট খুবই পছন্দ করেছেন। প্রশংসা করেছেন। যে কারণে তিনি সিনেমা নিয়ে আগ্রহী হন। গতকালই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিই।’
নাম এখনো চূড়ান্ত না হওয়া সিনেমাটি প্রযোজনা করছে ক্রিয়েটিভ ল্যান্ড। প্রযোজক শিরিন সুলতানা। এটা তাদের প্রথম সিনেমা। সিনেমাটির গল্প নিয়ে আবু হায়াত এখনই বিস্তারিত কিছু বলতে চান না। শুধু জানালেন, ‘এটা হবে অ্যাকশন ফিল্ম, মানবিক একটি গল্পও এতে থাকবে। সিনেমাটি দর্শক উপভোগ করবেন এটুকু বলতে পারি।’
আবু হায়াত মাহমুদ এক যুগের বেশি সময় ধরে নাট্য অঙ্গনে কাজ করেন। তিনি আড়াই শতাধিক নাটক, একাধিক ওটিটি কনটেন্টসহ ডকুফিল্ম নির্মাণ করেছেন।
জানা যায়, সিনেমাটি মুক্তি পাবে আগামী ঈদুল ফিতরে। সেভাবেই এখন সব কাজ এগিয়ে নিতে চান পরিচালক। জানা গেল, প্রধান চরিত্র ছাড়া অন্য কোনো চরিত্রই এখনো চূড়ান্ত হয়নি। শুটিং কোথায় হবে সেগুলোও ঠিক হয়নি। ‘আমরা এখন পুরোদমে পরবর্তী কাস্টিং, কলাকুশলীসহ অন্যান্য প্রস্তুতি নেব। আমাদের হাতে খুব বেশি সময় নেই। কারণ, আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি আগামী অক্টোবরের দিকে শুটিংয়ে যাব। বছরের শেষের দিকে শুটিং শেষ হবে। আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি দেওয়ার’, বলেন তিনি।
গত বছরের মার্চে ‘ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমার নাম ঘোষণা করেন আবু হায়াত মাহমুদ। সেই সিনেমাতেই কি এবার যুক্ত হলেন শাকিব খান? এমন প্রশ্নে আবু হায়াত মাহমুদ বলেন, ‘আমরা শাকিব খানকে নিয়ে সিনেমার শুটিং করতে যাচ্ছি। তাঁর সঙ্গে আমাদের বুধবার চুক্তি হয়েছে। আমরা সিনেমাটি নিয়েই এগোব। এর সঙ্গে “ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা” নামের সিনেমার কোনো সম্পর্ক নাই। নতুন গল্পের কোনো মিলও থাকবে না। ভিন্ন একটা প্রেক্ষাপটের গল্প নিয়ে সিনেমাটি।’
আপনার একটি সিনেমায় মোশাররফ করিমের অভিনয় করার কথা ছিল। তার জায়গায় শাকিব খানকে নিয়েছেন কি না? এমন প্রশ্নে আবু হায়াত মাহমুদ বলেন, ‘আমি একটি মাত্র সিনেমার ঘোষণা দিয়েছিলাম। “ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা” নামের সেই সিনেমায় মোশাররফ করিম ভাইকে কাস্টিং করেছি, এটা আমি কখনোই বলিনি। এটাও সেই সময় গুজব ছড়ায়। এখন গুজবের ওপর গুজব চলছে। কাউকে বাদ দেওয়ার কোনো প্রশ্নই আসে না।’
এদিকে টাইমস অব বাংলাদেশের বরাতে জানা যাচ্ছে, সিনেমাটির ওয়ার্কিং টাইটেল ‘দানব’। যার জন্য শাকিব খান ৩ কোটি টাকা সম্মানি দাবি করেছেন।