Select Page

‘নবাব এলএলবি’ অর্ধেক অ্যাপে অর্ধেক সিনেমা হলে!

‘নবাব এলএলবি’ অর্ধেক অ্যাপে অর্ধেক সিনেমা হলে!

 

অনন্য মামুন পরিচালিত ‘নবাব এলএলবি’ মুক্তি পাবে আই থিয়েটার নামের নতুন একটি অ্যাপে। কিন্তু এখন শোনা যাচ্ছে, সিনেমাটি পুরো দেখতে হলে অ্যাপে ভরসা করা যাবে না, প্রেক্ষাগৃহেও যেতে হবে!

এমন অদ্ভুত খবর প্রকাশ করেছে প্রথম আলোচ্যানেল আই অনলাইন

একটি দায়িত্বশীল সূত্র প্রথম আলোকে জানিয়েছে, অ্যাপে ‘নবাব এলএলবি’ দুই দফায় মুক্তি দেওয়ার চিন্তা করছেন পরিচালক অনন্য মামুন। অ্যাপ সাবস্ক্রাইব করাতে এমন কৌশল অবলম্বন করছেন তিনি।

ছবির সঙ্গে যুক্ত কেউ কেউ আবার এ–ও বলছেন, ‘নবাব এলএলবি’ ছবি হিসেবে নির্মিত হলেও এটিকে দুই পর্বের ওয়েব সিরিজ আকারে চালিয়ে দেওয়া হবে না তো আবার! এমন আশঙ্কা প্রকাশ করছেন নায়ক-নায়িকাদের কেউ কেউ। অর্ধেক ছবি দেখিয়ে সবাইকে বাকি অর্ধেকসহ পুরো ছবি দেখতে প্রেক্ষাগৃহে যাওয়ার আহ্বান জানাবেন বলেও শোনা যাচ্ছে।

চ্যানেল আই ঢালিউডের অন্দরমহলের বরাত দিয়ে জানায়, নবাব এলএল.বি ছবির একটি অংশ মুক্তি দেয়া হচ্ছে অ্যাপে। আকর্ষণ রেখেটা বাকী অংশ মুক্তি দেওয়া হবে প্রেক্ষাগৃহে। এজন্য নাকি ডিসেম্বরের হল বুকিংয়েও তোড়জোড় চলাচ্ছেন পরিচালক। ৯৯ টাকার বিনিময়ে ছবিটি দেখা যাবে বলে অর্ধেক অংশ দেখানোর বিষয়টিকে দর্শকদের সঙ্গে রীতিমত প্রতারণা করা মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

যদিও এ গুঞ্জন কৌশলে এড়িয়ে গেছেন পরিচালক অনন্য মামুন। তবে ছবি সঙ্গে সংশিষ্ট একটি দায়িত্বশীল সূত্র এমন কিছু হতে যাওয়ার আভাস দিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেছেন, অ্যাপ এবং সিনেমা হল দুই মাধ্যমেই ‘নবাব এলএল.বি’ মুক্তির তোড়জোড় চলছে।

১৬ ডিসেম্বর ছবিটির মুক্তি নিয়ে ইতিমধ্যেই তোড়জোড় শুরু করেছেন অনন্য মামুন। আজ ঢাকার একটি পাঁচতারা হোটেলে ছবিটির মুক্তি উপলক্ষে অ্যাপ লঞ্চিং অনুষ্ঠানের আয়োজন করে প্রযোজনা প্রতিষ্ঠানটি। সেখানে যাননি শাকিব খান, মাহিয়া মাহিসহ ছবির শিল্পীদের অনেকেই।

ইতিমধ্যে শিডিউল নিয়ে শুটিং করতে না পারায় অনন্য মামুনের বিরুদ্ধে অভিযোগ এনেছেন শাকিব ও মাহি। টাইটেল গানের শিল্পী পান্থ কানাই এনেছেন প্রতারণার অভিযোগ।


Leave a reply