নব্বই দশকের গল্পে ‘তুফান’, রামোজি ফিল্ম সিটিতে তৈরি হচ্ছে সেট
নব্বই দশকের শেষ দিকে সিনেমায় অভিষেক হয় শাকিব খানের। মাঝে কেটে গেছে ২৫ বছর। বর্তমানে স্টারডমের তুঙ্গে থাকা এ অভিনেতার নতুন ছবি ‘তুফান’ নির্মিত হচ্ছে ১৯৯০ এর দশকের গল্পে। এ কথা জানিয়েছে ছবির নির্মাতা রায়হান রাফী।
গত ২ জানুয়ারি ভারতের হায়দরাবাদ গেছেন রাফী। সেখানকার রামোজি ফিল্ম সিটিতে তৈরি করছেন বিশাল চারটি সেট। সেই সেটে তুলে ধরা হবে নব্বই দশকের বাংলাদেশকে।
এ বিষয়ে রায়হান রাফী বলেন, ‘আমি যে সময়টার গল্প বলতে চাই, সেই সময়টা পর্দায় তুলে ধরতে চাই। এখন নব্বই দশকের গল্প বলতে গিয়ে বর্তমান সময়ের লোকেশন তো আর ব্যবহার করা যায় না।’
সেট প্রসঙ্গে বলেন, ‘বাংলাদেশে এর আগে কোনো সিনেমার এত বড় সেট নির্মিত হয়েছে বলে আমার জানা নেই। নব্বই দশকের বড় বড় তিনটি শহর পর্দায় তুলে আনব। দেখাব সেখানে ঘটে যাওয়া নানা ঘটনা। সেটটি নির্মাণ করতে অন্তত দুই মাস সময় লাগবে।প্রতিদিন প্রায় ১০০ মানুষ সেট নির্মাণের কাজে আছেন।’
জানা গেছে, ছবিতে দেখা যাবে নব্বই দশকের গাড়ি, রেল, এমনকি রাস্তাঘাটও। গতকাল ৩ জানুয়ারি শুরু হয়েছে সেট নির্মাণ।
নির্মাতা বলেন, দক্ষিণের ছবি ‘বাহুবলী’র সেট যারা নির্মাণ করেছিলেন, তারাই এই সেট নির্মাণ করছেন। ছবির একটি বড় বাজেট সেট নির্মাণের কাজেই ব্যয় হচ্ছে।’
তাহলে ছবিটির বাজেট কত? উত্তরে রাফী বলেন, ‘এটা শাকিব খানের ক্যারিয়ার তো বটেই, আমার ক্যারিয়ারেরও সবচেয়ে বড় বাজেটের ছবি। কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, বাংলাদেশের চরকি ও আলফা আইয়ের মতো প্রযোজনা প্রতিষ্ঠান এতে অর্থ লগ্নি করছে। তার মানে, বুঝে নিতে হবে ছবিটার বাজেট কত! তবে বাজেট বলতে নিষেধ আছে।’
‘তুফান’-এ শাকিব খানের সঙ্গে নায়িকা কে হচ্ছেন সেটা এখনো খোলাসা করেননি নির্মাতা। ঘোষণা অনুযায়ী, আগামী কোরবানির ঈদে মুক্তি পাবে সিনেমাটি। খবর কালের কণ্ঠ।