নভেম্বরে ‘মহুয়া সুন্দরী’
পরী মনি অভিনীত আলোচিত চলচ্চিত্রগুলোর একটি ‘মহুয়া সুন্দরী’। অভিনয়ের পাশাপাশি সরকারি অনুদানের সিনেমাটির সহ-প্রযোজক তিনি। ২০ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি। পরিচালনা করেছেন রওশন আরা নিপা।
‘মহুয়া সুন্দরী’ পালা অবলম্বনে নির্মিত হলেও আধুনিক একটি গল্পের সঙ্গে মিলিয়ে ছবির চিত্রনাট্য তৈরি হয়েছে। তাই সিনেমাটিকে সরাসরি ‘ময়মনসিংহ গীতিকা’র ‘মহুয়া’ বলা যায় না। সিনেমাটি আনকাট সেন্সর পায় চলতি বছরের ২৩ জুলাই।
সিনেমাটিতে দুটি করে চরিত্রে অভিনয় করেছেন পরী মনি ও তার নায়ক সুমিত। আরও অভিনয় করছেন মামুনুর রশীদ, সুচরিতা ও জয়রাজ।
‘মহুয়া সুন্দরী’তে গান আছে ছয়টি। সংগীতায়োজন করেছেন ইমন সাহা ও অমিত চট্টোপাধ্যায়। ইতোমধ্যে অডিওতে প্রকাশিত গানগুলো প্রশংসিত হয়েছে। প্রকাশ হয়েছে সিনেমাটির ট্রেলারও।
বাংলাদেশে ‘মহুয়া’ অবলম্বনে সিনেমা নতুন নয়। ১৯৬৬ সালে আলি মনসুর নির্মাণ করেছিলেন ‘মহুয়া’। পরে ১৯৮৬ সালে শামসুদ্দিন টগর নির্মাণ করেন ‘মহুয়া সুন্দরী’।