Select Page

নাম মাত্র প্রদর্শনী নিয়ে পরীমনির ‘মা’

নাম মাত্র প্রদর্শনী নিয়ে পরীমনির ‘মা’

মাতৃত্বের পর ‘মা’ সিনেমা নিয়ে পর্দায় ফিরছেন আলোচিত অভিনেত্রী পরীমনি। কিন্তু শুরুতে ভীষণ ধাক্কা খেল অরণ্য আনোয়ার পরিচালিত প্রথম সিনেমাটি।

শুক্রবার (২৬ মে) থেকে শুরু প্রথম সপ্তাহের জন্য প্রতিদিন মাত্র পাঁচটি করে শো পেয়েছে এই সিনেমা। স্টার সিনেপ্লেক্সের সনি স্কয়ার আউটলেটে পায়নি প্রাইম কোনো স্লট। বেলা ১১টা ৫ মিনিট ও বিকেল সাড়ে ৪টা দেখা যাবে ছবিটি।

অন্যদিকে ব্লকবাস্টার সিনেমাসে পেয়েছে তিনটি করে শো— বেলা সাড়ে ১১টা. বিকেল ৩টা ৩৫ মিনিট ও রাত ৭টা ৫৫ মিনিট।

‘মা’ ছবিটির গল্প মুক্তিযুদ্ধের সময়ের। মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প। এতে মায়ের ভূমিকায় অভিনয় করেছেন পরী মণি। এছাড়া আছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, শাহাদাত হোসেন প্রমুখ। ছবিটি নির্মিত হয়েছে অরণ্যে পুলক (এপি)-এর ব্যানারে।

৭৬তম কান উৎসবের মার্শে দ্যু ফিল্মে (উৎসবের বাণিজ্যিক শাখা) গত ২০ মে ছবিটির প্রিমিয়ার হয়।


Leave a reply