‘নায়িকা মানে গৃহপালিত পশু নয়’
নবাগত নায়িকা আলভিরা ইমু প্রথম চলচ্চিত্রেই শাকিব খানের বিপরীতে চুক্তিবদ্ধ হয়ে হঠাৎ করেই আলোচনায় উঠে আসেন। ছবির নাম জানে মন তুই জীবন’। কিন্তু কয়েকদিন গড়াতেই সিদ্ধান্ত নেন ছবিটি করবেন না। কেন এ সিদ্ধান্ত তিনি পরিস্কার করে বলেননি। কিন্তু সংবাদমাধ্যমে দেয়া বক্তব্যে তার ক্ষোভ প্রকাশ পায়।
কারণ হিসেবে ইমু বলেন, ‘আমি খুব বেছে কাজ করতে চাই। প্রথম থেকেই বলছি শত শত ছবির নায়িকা হওয়ার ইচ্ছা আমার নেই। আমি এমন ছবির নায়িকা হতে চাই, যে ছবি আমি মা-বাবাকে সঙ্গে নিয়ে দেখতে পারব। বিয়ে করার পরও যেন সেসব ছবি আমার স্বামী-সন্তান নিয়ে দেখতে পারি, এমন ছবিতেই কাজ করতে চাই।’
তিনি আরো বলেন, ‘নায়িকা মানে কারো গৃহপালিত পশু নই যে দড়ি ধরে টান দিলেই সেদিকে ছুটতে হবে। আমি কারো প্রতি অভিযোগ করছি না। তবে এটুকু বলব, ভালো পরিবারের ছেলেমেয়েরা যদি বাংলাদেশ চলচ্চিত্রে কাজ করতে না পারে, তাহলে আমাদের চলচ্চিত্র কোনো দিনই উঠে দাঁড়াতে পারবে না।’
‘জানে মন তুই জীবন’ নামের ওই ছবিটি সন্ধানী কথাচিত্রের ব্যানারে পরিচালনা করছেন শাহ আলম মণ্ডল।