Select Page

নিউ নরমালে শুরু-শেষ ছয় ছবির শুটিং, চলছে আরও কিছুর

নিউ নরমালে শুরু-শেষ ছয় ছবির শুটিং, চলছে আরও কিছুর

করোনা পরিস্থিতিতে অনেক দিন শুটিং থেকে সিনেমা মুক্তি— সব কাজ বন্ধ ছিল। তিন সপ্তাহ আগে সিনেমা হল খুললেও শুটিং শুরু হয়েছে আরেকটু আগে। নিউ নরমালে ইতিমধ্যে প্রায় শেষ হয়েছে ছয়টি ছবির শুটিং।

ছবিগুলো হলো ‘নবাব এলএলবি’, ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’, ‘পাতালঘর’, ‘লাল মোরগের ঝুঁটি’, ‘আয়না’ ও ‘৫৭০’।

যদিও এর মধ্যে অনেক ছবি মুক্তির অপেক্ষায় আছে, কিন্তু পরিস্থিতি স্বাভাবিক না হওয়া হলে মুক্তি দিতে চাইছেন না নির্মাতারা। এ নিয়ে চলছে জটিলতা। তবে হল জমজমাট না হলেও শুটিং সংশ্লিষ্ট স্থবিরতা কাটতে সাহায্য করছে ছবিগুলো।

১ নভেম্বর শেষ হয়েছে আঁচল ও জয় চৌধুরী অভিনীত ‘আয়না’ ছবির শুটিং। গত ৩১ অক্টোবর শেষ হয়েছে ‘পাতালঘর’ ছবিটি। এই ছবিতে মামুনুর রশীদ, গিয়াস উদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, আফসানা মিমি, নুসরাত ফারিয়াসহ প্রায় ৩০ জন অভিনয়শিল্পী অভিনয় করেছেন।
বাপ্পী চৌধুরী, সুমনা সোমা, স্বাধীন খসরু অভিনীত ৫৭০ ছবিটি পরিচালনা করেছেন নির্মাতা আশরাফ শিশির। ২৩ অক্টোবর ছবিটির শুটিং শেষ হয়েছে। এ ছাড়া অনন্য মামুন পরিচালিত ‘নবাব এলএলবি’ ছবির গান ব্যতীত অন্য সব শুটিং শেষ। শাকিব খান, মাহিয়া মাহি ও স্পর্শিয়া অভিনীত ছবিটির প্রযোজনা–পরবর্তী কাজও শুরু হয়েছে। শামীম আহমেদের ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ছবির শুটিং শেষ। এই ছবিতে দেখা যাবে দিঘী ও শান্ত খানকে।

ভাবনা, স্বাগতা, আশীষ খন্দকার অভিনীত ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমার কাজ মোটামুটি শেষ, জানিয়েছেন নির্মাতা নূরুল আলম আতিক।

এ ছাড়া করোনায় বিঘ্নিত ‘অপারেশন সুন্দরবন’-এর কাজ হয়েছে কয়েক দিন। শেষ হয়ে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ও ‘বিউটি সার্কাস’। শুরু হয়েছে ‘ছায়াবৃক্ষ’, ‘প্রীতিলতা’, ‘আশীর্বাদ’, ‘ভালোবাসার প্রজাপতি’, ‘বীরত্ব’সহ কয়েকটি সিনেমার শুটিং।


Leave a reply