নিজেকে ভাগ্যবতী ভাবেন রুহী
র্যাম্প থেকে টেলিভিশন। টেলিভিশন থেকে চলচ্চিত্র। এ হলো রুহী‘র যাত্রাপথ। বর্তমানে তিনি আলোচিত বেশ কটি প্রজেক্টে কাজ করছেন। এর মধ্যে শেষ করেছেন মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘সংগ্রাম‘। তাকে নিয়ে দর্শকের কৌতুহলেরও অভাব নেই।
সম্প্রতি চলচ্চিত্রে অভিষেক নিয়ে দৈনিক ইত্তেফাককে বলেন, গত বছরই চলচ্চিত্রে অভিষেকের কথা ছিল আমার। কিন্তু তা হলো না বেশ কিছু কারণে। তবে এ বছর সত্যিকার অর্থেই লাকি অনেক কারণেই। কারণ নতুন বছরের শুরুতেই বেশ কিছু ছবির কাজের ব্যস্ততায় আছি। নিজের কাজের বাইরে এখন আপাতত অন্য কিছু ভাবারই সময় নেই। কিছুদিন আগে থাইল্যান্ডে শান্তি চৌধুরীর ‘মায়ানগর‘ চলচ্চিত্রের কাজ করে এলাম। এই ছবির কাজ অনেকাংশই শেষ। চমত্কার কিছু লোকেশনে কাজ করেছি।
তিনি আরো বলেন, অন্যদিকে মাহফুজ ভাইয়ের ‘জিরো ডিগ্রি’ চলচ্চিত্র নিয়েও কৌতূহলী অনেকেই। এই ছবির কাজটিও বেশ খানিকটা করেছি। খুব শিগগিরই সিঙ্গাপুরে ছবিটির কাজ শুরু হবে। এ ছাড়াও ‘থ্রি ইললিগ্যাল’ নামের একটি চলচ্চিত্রের কাজ শুরু করছি। সবচেয়ে বড় কথা এ বছরই আমার চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে।