Select Page

শাকিব খান সালতামামি ২০১৩

শাকিব খান সালতামামি ২০১৩

imagesশাকিব খানের  ক্যারিয়ারে ২০১৩ সালটি সবচেয়ে উজ্বল একটি বছর। নিজেকে পরিবর্তনের ঘোষনা দিয়ে তার বাস্তবায়নের ফল পেয়েছেন তিনি এবছর। দর্শক প্রিয় ও আলোচিত মুভি, সেরা অভিনেতা হিসেবে ২য় বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ আরো উল্লেখযোগ্য স্বীকৃতি তার নামের পাশে যুক্ত হয়েছে।

একনজরে ২০১৩ সালে শাকিব খান:

১.জাতীয় চলচ্চিত্র পুরস্কার:

এই বছর তিনি খোদার পরে মা মুভিটির জন্য ২০১২ সালের সেরা অভিনেতা হিসেবে ২য় বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এছাড়া মেরিল প্রথম আলো পুরস্কার, ইফাদ পুরস্কার এবং এশিয়ান টিভির মুভি বাজার দর্শক জরিপে ২০১৩ সালের সেরা অভিনেতা নির্বাচিত হন ।

২. ব্যবসা সফল মুভি:

এই বছর তার ১০টি ছবি রিলিজ হয়। ভালবাসা দিবসে জোর করে ভালবাসা হয় না মুভি দিয়ে শুরু হয়ে একে একে রিলিজ হয়  দেবদাস, জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার, নিষ্পাপ মুন্না, ঈদুল ফিতরে মাই নেম ইজ খানভালবাসা আজকাল আর ঈদের পর ঢাকা টু বোম্বে, ঈদুল আযহায় প্রেমিক নাম্বার ওয়ান, ফুল এন্ড ফাইনাল এবং পূর্নদৈর্ঘ্য প্রেম কাহিনী। সবকটি মুভিই ব্যবসায়িক সফলতা অর্জন করে ব্লকবাস্টার হিট, সুপার হিট ও হিটের তকমা গায়ে জড়িয়ে বছর সমাপ্ত করে।

৩. অন্য এক শাকিব খান:

এই বছর আমরা অন্য এক শাকিব খানকে দেখতে পেয়েছি। নিজেকে বদলে একবারে স্লিম বডি এবং আকর্ষনীয় গেট্আপে পর্দায় হাজির হন। আশা করা যায় ২০১৪ সালে সিক্স প্যাক বডিতে দেখা যাবে কিং খান খ্যাত শাকিব খানকে।

৪. বছরের সেরা ও আলোচিত মুভি:

এই বছর তার সেরা ও আলোচিত মুভি মাই নেম ইজ খানপূর্নদৈর্ঘ্য প্রেম কাহিনী। এছাড়াও  দেবদাস, ভালবাসা আজকালফুল এন্ড ফাইনাল তাকে সারা বছরই রেখেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

৫. প্রযোজক:

এই বছর তিনি প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। তার প্রোডাকশন হাউজের নাম এসকে ফিল্মস। এসকে ফিল্মস এর প্রথম মুভি “হিরো – দ্যা সুপার স্টার”।

শাকিব খান বর্তমানে যেভাবে এবং যে নতুন ফরম্যাটে কাজ করছেন তাতে আগামী ২০১৪ সালে তিনিই থাকবেন সেরা, সবচেয়ে আলোচিত তারকা। তার হাত দিয়েই স্ মৃদ্ধ হবে আমাদের বাংলাদেশের বাংলা চলচ্চিত্র, বিশ্ব চলচ্চিত্রাঙ্গনে এগিয়ে যাবেন তিনি লাল সবুজ পতাকা হাতে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা HAPPY NEW YEAR 2014