Select Page

নির্মাণেই নিষিদ্ধ ‘আমেরিকান ড্রিমস’

নির্মাণেই নিষিদ্ধ ‘আমেরিকান ড্রিমস’

ameriacn-dreams

খুব বেশিদিন শুটিং হয়নি, এরই মধ্যে নিষেধাজ্ঞা এসেছে জসিম উদ্দীনের ‘আমেরিকান ড্রিমস’র বিরুদ্ধে।

জটিলতা তৈরি হয়েছে বায়তুল মোকাররম মসজিদের সামনে শুটিং করতে গিয়ে। একদল মুসল্লি যুক্তরাষ্ট্রের পতাকা পোড়াচ্ছে এবং পুলিশ তাদের ধাওয়া-পাল্টাধাওয়া করছে—এমন কয়েকটি দৃশ্যের শুটিং করা হয় জাতীয় মসজিদের সামনে। এই খবর পেয়ে চটেছে পরিচালক সমিতি। সঙ্গে সঙ্গে ‘আজীবনের জন্য ছবিটিকে নিষিদ্ধ করা হলো’ মর্মে পরিচালককে একটি চিঠিও দিয়েছে তারা।

সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘এই ছবির পরিচালককে আমরা সদস্য পদ দেইনি। তবু তিনি ছবি নির্মাণ শুরু করেছেন। আমরা তাতে কিছু মনে করিনি। কিন্তু বায়তুল মোকাররমের সামনে তিনি যেসব দৃশ্যের শুটিং করেছেন সেটা বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করবে। ছবির গল্পে দেখা যাবে বাংলাদেশ থেকে নারীরা বিদেশে যায় পতিতাবৃত্তি করতে। এটা কেমন কথা? সব কিছু চিন্তা করে সমিতির সবাই বৈঠক ডেকে এমন সিদ্ধান্ত নিয়েছি।’

এর আগে চুক্তিভঙ্গের পাল্টাপাল্টি অভিযোগ আনেন পরিচালক জসিম উদ্দীন ও নায়িকা পপি।

সূত্র : কালের কণ্ঠ


Leave a reply