Select Page

‘নীলচক্র’র এক ঝলক, পর্দায় ফেরার ইঙ্গিত আরিফিন শুভর

‘নীলচক্র’র এক ঝলক, পর্দায় ফেরার ইঙ্গিত আরিফিন শুভর

লম্বা বিরতির পর ‘নীলচক্র’ দিয়ে রূপালি পর্দায় ফিরছেন আরিফিন শুভ। ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে এ নায়ক অভিনীত ও মিঠু খান পরিচালিত ‘নীলচক্র’। গতকাল আগাম ঘোষণা ছাড়া ছবিটির ১৯ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করা হয়, সেখানে রাফ অ্যান্ড টাফ তদন্ত কর্মকর্তার লুকে আসেন এ নায়ক।

জানা গেছে, প্রযুক্তিনির্ভর সমাজে তরুণ প্রজন্ম কীভাবে ভার্চুয়াল ফাঁদে আটকা পড়ছে, সেই বাস্তবতার গল্প নিয়েই নির্মিত হয়েছে ‘নীলচক্র’। পরিচালনার পাশাপাশি নাজিম উদ দৌলার সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য করেছেন মিঠু খান। এতে শুভর বিপরীতে দেখা যাবে মন্দিরা চক্রবর্তীকে। আরো আছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, শাহেদ আলী প্রমুখ।

নির্মাতা মিঠু খান জানিয়েছেন, কিছু ভিএফএক্স কাজের কারণে মুক্তি বিলম্বিত হয়েছিল। তবে এখন ছবিটি সম্পূর্ণ প্রস্তুত এবং সেন্সর ছাড়পত্রও হাতে এসেছে।

মূলত ব্যক্তিগত, রাজনৈতিক ও পেশাগত সংকট ঘিরে খারাপ সময় পার করছেন আরিফিন শুভ। শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’-এ অভিনয়ের পর থেকেই যেন ধীরে ধীরে অন্তরালে চলে যান তিনি। ওই সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করলেও, একটি প্লট পেয়েছিলেন পুর্বাচলে। রাজনৈতিক পরিবর্তনের পর বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে সেই প্লটও বাতিল হয়ে যায়। এর মাঝে মায়ের মৃত্যু ও ঘর ভাঙার খবর পাওয়া যায় গত বছর।

দেশে অনেকদিন নতুন কোনো কাজে যুক্ত না হলেও নভেম্বর গোপনে কলকাতায় একটি ওয়েব সিরিজে কাজ করেছেন শুভ—‘জ্যাজ সিটি’। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত সিরিজটিতে শুভর সঙ্গে রয়েছেন সৌরসেনী মিত্র। এর আগে পশ্চিমবঙ্গে করেছেন ‘উনিশে এপ্রিল’। এ ছাড়া কলকাতার সঙ্গে যৌথভাবে নির্মিত চরকির সিরিজ ‘লহু’ মুক্তির অপেক্ষায় রয়েছে।

‘নীলচক্র’ ছাড়াও শুভর মুক্তি না পাওয়া ছবির তালিকায় আছে ‘নূর’। তবে পরিচালক রায়হান রাফী কিছুদিন আগে জানান, খুব শিগগিরই নতুন করে কিছু অংশের শুটিং করা হবে।

এর আগে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আমেরিকান ফিল্ম মার্কেটে ‘নীলচক্র’র ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। তবে আন্তর্জাতিক বাজারে সিনেমাটি মুক্তির কোনো খবর মেলেনি।


Leave a reply