নুসরাত ফারিয়ার বদলে শুভশ্রী
অনেক পানি গড়িয়ে সিনেমাটির সবকিছু চূড়ান্ত হল। নায়ক আরিফিন শুভ, নায়িকা নুসরাত ফারিয়া। কিন্তু দিন গড়াতে আরো তিনটি সমস্যা দেখা দিল। ফারিয়া মুম্বাই প্রজেক্টের জন্য ওই সময় সিডিউল দিতে পারবেন না। আবার যৌথ প্রযোজনার হওয়ায় প্রধান কাস্টিংয়ে কলকাতার কোনো তারকাকে দরকার। তিন নম্বর সমস্যা ছিল সিনেমার নাম। সেখানে ‘পুলিশগিরি’ থেকে হলো ‘প্রহরী’।
অবশেষে প্রথম দুটি সমস্যারও সমাধান হলো। নুসরাত ফারিয়ার বদলে নায়িকা হচ্ছেন কলকাতার শুভশ্রী। সংবাদমাধ্যমকে এমনটিই জানালেন পরিচালক সৈকত নাসির।
বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার এ ছবিতে নুসরাত ফারিয়ার জায়গায় নেওয়া হবে কলকাতার শুভশ্রী গাঙ্গুলীকে। ৫ অক্টোবর ঢাকায় আসবেন এসকে মুভিজের কর্ণধার হিমাংশু ধানুকা। তিনি এসে শুভশ্রীর নাম ঘোষণা করবেন। সৈকত নাসির কালের কণ্ঠকে বলেন, ‘যৌথ প্রযোজনার ছবি, তাই নায়ক আমাদের ইন্ডাস্ট্রির হওয়ায় নায়িকা কলকাতা থেকে পছন্দ করা হয়েছে। শুভশ্রী আমাদের দর্শকদের কাছে বেশ পরিচিত। ফলে তাকে নেওয়ার সিদ্ধান্তটি সঠিক বলেই মনে করছি।’
‘প্রহরী’র মূল গল্প ভারত-বাংলাদেশের সম্পর্ক নিয়ে। শুটিং হবে বাংলাদেশের বান্দরবান, সিলেট, ঢাকা ও ভারতের আসাম, চেন্নাইসহ বেশ কয়েকটি লোকেশনে। ১০ নভেম্বর থেকে শুটিং শুরু হবে।