Select Page

ন ডরাই: সেন্সর জটিলতার অবসান

ন ডরাই: সেন্সর জটিলতার অবসান


সার্ফিং নিয়ে দেশের প্রথম চলচ্চিত্র ‘ন ডরাই’ সেন্সর বোর্ড থেকে সোমবার ছাড়পত্র পেয়েছে।  এর ফলে ২৯ নভেম্বর মুক্তিতে ছবিটির আর কোনও বাধা থাকল না।

সেন্সর বোর্ড এর আগে সিনেমাটির কিছু সংলাপ নিয়ে আপত্তি তুলেছিল। সেগুলো সংশোধন করে এটি সেন্সর পেলো।

কয়েক দিন আগে সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান নিজামুল কবীর বলেন, ‘‘ন ডরাই খুবই ভালো চলচ্চিত্র। এমন একটি বিষয় নিয়ে চলচ্চিত্র নির্মাণ করা অনেক সাহসের বিষয়। মেকিংয়ের দিক থেকেও এটি ভালো। তবে এটির পুরোটাই চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় তৈরি। সেখানকার কিছু শব্দ আছে, যা অন্যদের কাছে শ্রুতিকটু লাগতে পারে। তাই আমরা কিছু সংশোধনী দেবো।’’

এ নিয়ে এক প্রতিক্রিয়ায় ফেসবুকে পরিচালক তানিম আহমেদ অংশু লিখেছিলেন, “সেন্সর বোর্ড ও “ন ডরাই” এর বর্তমান ইস্যু নিয়ে সবার প্রতিক্রিয়া দেখে আমি অভিভূত। ধন্যবাদ। আমি সবার অনুভুতির প্রতি শ্রদ্ধা রেখেই বলতে চাই এখানে সবাই সবার দায়িত্ব পালন করছে, এতে দোষের কিছু নেই। আমরা সবাই যদি আমাদের জায়গা থেকে দায়িত্বটা ঠিকঠাক পালন করি তবেই ইন্ডাস্ট্রির ভালো। কোন স্ট্রিমিং প্লাটফর্ম বা কোন সিনেমার রেফারেন্স দিয়ে বলতে চাই না কিন্তু একটা লোক রেগে গেলে সেই পরিস্থিতিতে সে ঠিক যেভাবে তার ভাষায় কথা বলে, একজন প্রেমে পড়লে সে হুট করে যা করে বসে, আমি সেটাই দেখিয়েছি। আমরা যখন সিনেমা হলে বসে বিদেশি সিনেমা দেখি তখন ঐ গল্পের অনেক রিয়েলিস্টিক অ্যাপ্রচ আমরা একসেপ্ট করে নেই, একসাথে বসেই। আর একা ঘরে বসে ডাউনলোডেড বা স্ট্রিমিং কনটেন্ট দেখার কথা তো বাদই দিলাম। এটা সবার বোঝার সময় এসেছে। সেন্সর বোর্ড বুঝলে আরো ভালো।”

এ ছবির চিত্রনাট্য লিখেছেন কলকাতার শ্যামল সেনগুপ্ত। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ ও সুনেরা বিনতে কামাল।

প্রযোজনা করেছে শো মোশন এন্টারটেইনমেন্ট।


Leave a reply