Select Page

পরিচালক ও ইউনিট ছাড়া বিদেশে শুটিং

পরিচালক ও ইউনিট ছাড়া বিদেশে শুটিং

Ferdous-Ahmed

প্রায় সময় শোনা যায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন না নিয়েই ভারতীয় শিল্পীরা অভিনয় করে যাচ্ছেন বাংলাদেশে। এবার একই অভিযোগ উঠল বাংলাদেশী শিল্পীর বিরুদ্ধে। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুগান্তর

সেখানে বলা হয়, পরিচালক ও ছবির ইউনিট ছাড়াই বিদেশের মাটিতে ঢাকার ছবির শুটিং করেছেন ফেরদৌস। ২১ নভেম্বর কানাডায় অনুষ্ঠিত বাংলা ফেস্টিভ্যালে অংশ নিতে কানাডায় যান তিনি। উৎসব শেষে নিজের অভিনীত ‘মেঘকন্যা’ নামের একটি ছবির দুটি দৃশ্যের শুটিংও নাকি করেছেন।

অথচ তখন ছবির পরিচালক ও ইউনিট ছিল ঢাকায়! পরিচালক মিনহাজের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, ফেরদৌস নিজের তত্ত্বাবধানে কানাডায় এ ছবির দুটি দৃশ্যের শুটিং করেছেন। সেজন্য পরিচালক তাকে টাকাও পাঠিয়েছেন। ভারতের কোন ছবির শুটিং নাকি ওখানে হচ্ছিল। তাদের দিয়েই ফেরদৌস তার ছবির শুটিং করিয়ে নিয়েছেন।

অন্য দেশের ইউনিট এং ক্যামেরা ব্যবহার করলেও এক ছবির অনুমতি নিয়ে অন্য দেশ এবং অন্য ছবির শুটিং করা অবশ্যই সংশ্লিষ্ট দেশের আইন বিরুদ্ধ বলে উল্লেখ করেছে পত্রিকাটি।


Leave a reply