পর্দায় নেই পপি
তিনবার জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রাপ্ত অভিনেত্রী পপিকে চলতি বছরে পর্দায় একবারও দেখা যায় নি। আগামী দুই মাসেও দেখা যাবার সম্ভাবনা নেই।
পর্দায় এই অনুপস্থিতিকে পপি স্বাভাবিক বলেই মনে করেন।
পপির মতে, এক সময় অনেক ছবিতে কাজ করলেও এখন মানানসই স্ক্রিপ্ট ও অন্যান্য বিষয় পছন্দ না হওয়ায় কাজ করছেন না। এছাড়া ছবি নির্মাণও আগের তুলনায় কমে গেছে।
এই অভিনেত্রীর মুক্তির মিছিলে থাকা ছবিগুলো হলো নারগিস আক্তারের ‘শর্টকাটে বড়লোক’ ও ‘পৌষ মাসের পিরিতি’, জাহিদ হোসেনের ‘লীলামন্থন’, সাদ্দাম হোসেনের ‘বিয়ে হলো বাসর হলো না’ এবং কামরুজ্জামান কাজলের ‘আদরের ভাই’। এছাড়াও কামরুজ্জামান বামু পরিচালিত‘দি ডিরেক্টর’ আটকে আছে সেন্সর বোর্ডে।
সুত্র: মানবজমিন