পহেলা মার্চ থেকে সপ্তাহব্যাপী পথনাট্যোৎসব
পহেলা মার্চ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে শুরু হচ্ছে পথনাট্যোৎসব। চলবে পুরো সপ্তাহজুড়ে। সাতদিনব্যাপী এ নাট্যোৎসবে অংশ নেবে প্রায় ত্রিশটি দল। নাট্যকার নিদের্শক এবং শহীদ নাট্যজন সফদর হাশমির সহধর্মিনী উপমহাদেশের প্রখ্যাত নাট্যজন মলয়াশ্রী হাশমি এ নাট্যোৎসবের উদ্বোধন করবেন।
পথনাট্যোৎসব আয়োজন করছে বাংলাদেশ পথনাটক পরিষদ। গতকাল সোমবার দুপুরে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিষদের সাধারণ সম্পাদক আহাম্মেদ গিয়াস নাট্যোৎসব সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। এ বছরের পথনাট্যোৎসবের স্লোগান হচ্ছে, ‘সাম্প্রয়াদিয়কতা মুক্ত শিক্ষা চাই, মুক্ত মানবিক দেশ চাই’।
১৯৯২ সালে পথনাটক পরিষদ গঠিত হওয়ার পর থেকে নিয়মিত পথনাটক মঞ্চায়ন করে আসছে। ২০০২ সাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে স্বাধীনতার মাসের প্রথম সপ্তাহে পথনাটকের উৎসব করছে। আজ বিকাল সাড়ে চারটায় উদ্বোধন অনুষ্ঠান এবং দুটি নাটক মঞ্চস্থ হবে। ২ থেকে ৭ মার্চ পর্যন্ত প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত নাটকের প্রদর্শনী চলবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের উৎসবে আধুনিক নাট্য আঙ্গিকের সাথে লোক আঙ্গিকের সংমিশ্রণ ঘটাতে বিশেষ লোকজ পরিবেশনা আয়োজন করা হবে। এসবের মধ্যে প্রথম দিন ১ মার্চ পরিবেশিত হবে সঙযাত্রা ও ব্রতচারী নৃত্য। ২ মার্চ মণিপুরী শাস্ত্রীয় নৃত্য এবং ৩ মার্চ রয়েছে রামায়ণ পালা। ৪ মার্চ লাঠিখেলা এবং পঞ্চম দিন থাকবে মহুয়া সুন্দরী পালা। ৬ মার্চ গম্ভীরা পরিবেশনা এবং ৭ মার্চ সমাপনী দিনে পরিবেশিত হবে আলকাপ।
উদ্বোধনী দিনে ‘বাংলার ব্রতচারী সংঘ (তক্ষশীলার বন্ধুরা)’ ব্রতচারী নৃত্য পরিবেশন করবে। এরপর আরণ্যক নাট্যদল পরিবেশন করবে মান্নান হীরা রচিত ও নিদের্শিত পথনাটক ‘মূর্খ লোকের মূর্খ কথা’ এবং গাজীপুরের মুক্তমঞ্চ নাট্যদল পরিবেশন করবেন শহিদুল হাসান শামিম রচিত ও তানভীর আহাম্মেদ চৌধুরী নিদের্শিত ‘চোর সমগ্র (মুখ নাটক)।
সংবাদ সম্মেলনে পরিষদের সভাপতি মান্নান হীরা, সহ-সভাপতি মিজানুর রহমান ও উৎসব আহ্বায়ক মোহাম্মদ বারী বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহনেওয়াজ, তথ্য ও গবেষণা সম্পাদক অলোক বসু, প্রচার ও গণযোগাযোগ সম্পাদক আজিজুল পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।