Select Page

পাংকু জামাই : শাকিব-অপুর পুরনো ফর্ম

পাংকু জামাই : শাকিব-অপুর পুরনো ফর্ম


ঈদুল ফিতরের সবচেয়ে আনালোচিত সিনেমা বোধহয় ‘পাংকু জামাই’। প্রচারণায় যেমন নেই, তেমনি সংবাদমাধ্যম বা অনলাইন মিডিয়া খুব একটা কথাবার্তা হচ্ছে না।

সিনেমাটি পরিচালনা করেছেন আবদুল মান্নান। অভিনয় করেছেন শাকিব খান ও অপু বিশ্বাস।

আসুন সিনেমাটির দুই-একটি আকর্ষণীয় দিক জেনে নিই—

সবচেয়ে বড় আকর্ষণ হলো এটি শাকিব-অপু জুটির সম্ভবত শেষ ছবি। ঠিক এই কারণে ‘পাংকু জামাই’ কিছু দর্শক টেনে আনবে। তার রেশ দেখা গেল ইউটিউবে ট্রেলার ও গানের মন্তব্যের ঘরে।

ইতোমধ্যে সিনেমাটির টিজার ও একটি গান প্রকাশ হয়েছে। টিজারে শাকিব খানকে ব্যঙ্গ করা হয়েছে। কারণ তিনি এ সিনেমার নির্মাতাদের দারুণভাবে ভুগিয়েছেন। সেখানে বলা হচ্ছে, অস্ট্রেলিয়া বা স্কটল্যান্ড নয়, একদম খাঁটি দেশি ‘মাল’। অন্যদিকে রিলিজ হওয়া একটি গানে বাংলা সিনেমার পুরনো ফর্ম দেখা গেল। হালের সিনেমা নিয়ে যারা অসন্তুষ্ট তাদের হয়তো স্বস্তি দেবে।

‘পাংকু জামাই’ পরিচালকের জন্য সবচেয়ে চ্যালেঞ্জ ছিল, মাত্র ৭০ ভাগ শেষ হওয়া একটি সিনেমাকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া। অবশ্য অতীতেও শাকিবের সময়ের অভাব বা প্রযোজকের খামখেয়ালির কারণে এমনটা দেখা গেছে। এখন দেখার বিষয় ‘পাংকু জামাই’ কীভাবে তা সামলে নেয়।

পরিচালক আবদুল মান্নান অতীতে দুই-একটি হিট সিনেমা উপহার দিয়েছেন। সে স্মৃতি হয়তো কোনো কোনো দর্শক মনে রেখেছেন। তারা দেখবেন ‘পাংকু জামাই’।

হয়তো শাকিব-অপুর শেষ সিনেমা হিসেবে ‘পাংকু জামাই’কে মনে রাখবে দর্শক।


Leave a reply