Select Page

‘পুনর্জন্ম’ শেষ হলেও আসতে পারে রাফসান হক সিরিজ

‘পুনর্জন্ম’ শেষ হলেও আসতে পারে রাফসান হক সিরিজ

রাফসান হক। যার রান্নার জাদুর সঙ্গে তুলনা করা যায় হুমায়ূন আহমেদের আইকনিক চরিত্র কুটু মিয়ার সঙ্গে। এর আড়ালে তারও রয়েছে ভয়ংকর একটি জীবন। সেই গল্প নিয়ে ভিকি জাহেদের ‘পুনর্জন্ম’ সিরিজ। যা এখন ইউনিভার্সে গিয়ে ঠেকেছে।

‘পুনর্জন্ম’র শুরু ২০২১ সালে; জুলাইয়ে চ্যানেল আইয়ে প্রচারিত হয়। একই বছর ‘পুনর্জন্ম ২’ নির্মাণের পর পুনর্জন্ম ইউনিভার্সের ভাবনা ভিকি জাহেদের মাথায় আসে। এরপর নতুন চরিত্র নিয়ে ‘শুক্লপক্ষ’ হয়ে আসে ‘পুনর্জন্ম ৩’। দর্শক ভেবেছিলেন এ্ই কিস্তিতেই শেষ হবে থ্রিলারটি। কিন্তু ‘অন্তিম পর্ব’-এর লোভ ঝুলিয়ে রাখেন ভিকি। এক তিনি জানাচ্ছেন, ‘অন্তিম পর্বে’ হয়তো সব শেষ হচ্ছে না। মূল সিরিজ শেষ হলেও রান্নার জাদুকর রাফসান হক আসতে পারে নতুন সিরিজ নিয়ে।  

গত বছরের শেষভাগে ‘পুনর্জন্ম ৩’ মুক্তির পর থেকেই অন্তিম পর্বের অপেক্ষায় রয়েছেন ভক্তরা। অন্তিম পর্বের চিত্রনাট্যের কাজ চলছে; পবিত্র ঈদুল আজহায় পর্বটি মুক্তি পাবে বলে জানান ভিকি জাহেদ।

প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়, অন্তিম পর্বে পুনর্জন্ম ইউনিভার্স শেষ হলেও রাফসান হক চরিত্রকে জিইয়ে রাখা হতে পারে। রাফসান হকের স্পিন–অফ সিরিজ নির্মাণ করা হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে; তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।

মূল চরিত্রে আফরান নিশো ছাড়াও এতে আরও অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী, খায়রুল বাসার, কাজী নওশাবা আহমেদ, শাহেদ আলী ও আবদুল্লাহ আল সেন্টু।


মন্তব্য করুন