Select Page

প্রচার ছাড়াই মুক্তি পেল বছরের প্রথম ছবিটি!

প্রচার ছাড়াই মুক্তি পেল বছরের প্রথম ছবিটি!

৭ জানুয়ারি মুক্তির কথা থাকলে করোনার কারণে স্থগিত হয়েছে প্রচারের আলোয় থাকা ‘শান’। এরপর সাহস করে ‘ছিটমহল’ ছবিটি নিয়ে এগিয়ে এসেছেন নির্মাতা হাবিবুর রহমান হাবিব তথা এইচ আর হাবিব। কিন্তু ছবিটি এক প্রকাশ প্রচার-প্রচারণা ছাড়াই নামমাত্র ৫টি হলে মুক্তি পেছে।

ছবির প্রধান কয়েকটি চরিত্রে আছেন মৌসুমী হামিদ, পিয়া জান্নাতুল, শিমুল খান ও আরমান পারভেজ মুরাদের মতো পরিচিত মুখ। তবে সংবাদমাধ্যমের খবরে পিয়া ও মুরাদ ছাড়া কারো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে শিমুল খান পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ তোলেন।

নির্মাতা জানান, ১৯৪৭ সালে দেশ ভাগের ফলে সৃষ্টি হয় কিছু দেশহীন জনপদ। ছিটমহল নামে আমরা যে অঞ্চলকে চিনেছি। সেখানকার অধিবাসীদের ৬৮ বছর বঞ্চনার অবসান হয় ২০১৫ সালে বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় চুক্তির ফলে। দীর্ঘদিনের বঞ্চনার অবসান হয়ে যাপিত জীবনে হঠাৎ আলোর ঝলকানির সেই কাহিনি তুলে ধরা হয়েছে ‘ছিটমহল’ ছবিতে।

১৪ জানুয়ারি থেকে ছবিটি দেখা যাচ্ছে ব্লকবাস্টার সিনেমাস – যমুনা ফিউচার পার্ক, সিনেমাস্কোপ – নারায়ণগঞ্জ, সুগন্ধা –  চট্রগ্রাম, শংখ  – খুলনা  এবং বৈশাখী  –  কালুখালীতে।

৫টি হল প্রসঙ্গে নির্মাতা হাবিব বলেন, পরিস্থিতি বিবেচনায় ছিটমহলের প্রত্যাশা ছিল উল্লেখযোগ্য ৫টি প্রেক্ষাগৃহ। আমরা তা পেয়েছি। ছিটমহল ভালভবেই এগিয়ে যাচ্ছে।

ছবিতি আরও অভিনয় করেছেন ডন, মীরাক্কেল খ্যাত সজল, এইচ আর হাবিব, এবিএম সোহেল রশিদ, উজ্জ্বল কবির হিমু প্রমুখ।

পুরো সিনেমাটির শুটিং হয়েছে পঞ্চগড়ে ছিটমহলের মধ্যেই। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান কমন্ হোম এটাচার আর পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া।

শুরুতে এ ছবির নাম ছিল ‘শেষ প্রহর’, পরে রাখা হয় ‘ছিটমহল’।


Leave a reply